সমালোচক

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২০ মার্চ, ২০১৫, ০১:৩৭:৫৮ রাত

আমরা সমালোচনাকারী জাতি, সমালোচক হিসেবে আমরা কেউ কারো থেকে কম নায়।

সমালোচনা করে আমাদের জীবন করি পার, কিছু করার ক্ষমতা থাকুক বা নাই থাকুক সমালোচনা করার ক্ষমতা কিন্তু অতুলনীয়।

কেউ হারিয়ে সমালোচনা করে,কেউ আবার পেয়ে সমালোচনা করে অথবা অন্যের দেখে সমালোচনা করে।

বাস্তব টা সমালোচনার উপরই পার হয়ে যাচ্ছে, সমালোচনা ছাড়া এক মুহূর্ত চলেনা এমন মানুষের অভাব নেই।

এমন কি সমালোচক কে নিয়ে ও দর্শক করে সমালোচনা।

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309980
২০ মার্চ ২০১৫ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : বাঙ্গালী আড্ডাবাজ জাতি আর সমালোচনা ছাড়া কোন আড্ডাই জমে না
310037
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সমালোচনা করতেও কিছুটা বুদ্ধির প্রয়োজন আছে! সমালোচনা করতে জানলে সংশোধন করার মানসিকতাও তৈরী হয়।
310152
২১ মার্চ ২০১৫ রাত ১২:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সমালোচনা না করলে মানুষ ভুলের সাগরে বসবাস করে তবে সে সমালোচনা অবশ্যই হতে হবে গঠনমূলক সমালোচনা।
310168
২১ মার্চ ২০১৫ রাত ০১:৩৬
ঘুমন্ত মানব লিখেছেন : ঠিক বলেছেন গাজি ভাই, আপনার কথায় একমত। আমাদের দেশে যুক্তিহীন সমালোচকের কিন্তু অভাব নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File