সমালোচক
লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২০ মার্চ, ২০১৫, ০১:৩৭:৫৮ রাত
আমরা সমালোচনাকারী জাতি, সমালোচক হিসেবে আমরা কেউ কারো থেকে কম নায়।
সমালোচনা করে আমাদের জীবন করি পার, কিছু করার ক্ষমতা থাকুক বা নাই থাকুক সমালোচনা করার ক্ষমতা কিন্তু অতুলনীয়।
কেউ হারিয়ে সমালোচনা করে,কেউ আবার পেয়ে সমালোচনা করে অথবা অন্যের দেখে সমালোচনা করে।
বাস্তব টা সমালোচনার উপরই পার হয়ে যাচ্ছে, সমালোচনা ছাড়া এক মুহূর্ত চলেনা এমন মানুষের অভাব নেই।
এমন কি সমালোচক কে নিয়ে ও দর্শক করে সমালোচনা।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন