ওরা এমনই, কিন্তু আমরা..? !

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ২০ মার্চ, ২০১৫, ০১:১১:৪৭ রাত



এই মূহুর্তে অনেকেরই কষ্টে দম বন্ধ হয়ে আসছে। কারণ ভারতের কাছে নয়, ক্ষমতা, অর্থ আর দুর্নীতির কাছে হেরে গেছে বাংলাদেশের টাইগাররা। আইসিসি ভালোভাবেই বুঝে গিয়েছিল, ভারত এই ম্যাচে হারলে তারা আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হতে পারে। তাই এত কারিশমা দেখল বিশ্বের মানুষ। কেউ কেউ এই লিখে টুইট করেছেন যে, Cricket was a game of gentlemen, but India ruined it' আবার কোন কোন ভাদা (ভারত দালাল) ইমেজ উদ্ধারে লিখেছে "কিছু কিছু বিজয় থাকে যা পরাজয়ের লজ্জার চেয়েও ভারি, অঙ্গ হারানোর বেদনার চাইতেও যন্ত্রণাময়"। অর্থাৎ অনেকটা মনকে প্রবোধ দেয়ার চেষ্টা। যাইহোক, হারজিত চিরদিন থাকবেই। দালালরাও চিরকাল থাকবে আর ধান্দাবাজরা তো চিরদিন থাকবেই। ওরা তো চিরকাল এমনই। সামনে এলে মুচকি হাসি,বগলে থাকে ইট..!

কিন্তু.....

আমরা কেমন? গত দুইদিন আগে আমার পাশের বাসায় এক বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। সারাদিন জুড়ে তো হিন্দি গান ছিলই। একটানা মধ্যরাত পর্যন্ত চলে এই নির্যাতন। আবার বৈশাখ এলে এদেরই দেখা যায় খাটি বাঙালি সাজতে। আমরা বোকা তাই ওরা আমাদের আরও বোকা বানায়। ওদের দেশের ফেয়ার এন্ড লাভলী আমাদের দেশে এনে দেশী ক্রীম বলে বিক্রি করে। আবার ৫ কোটি টাকার চ্যালেঞ্জও দেয়। আর আমরাও তাকে বিশ্বাস করে দেশী ক্রিম মনে করে ওদের প্রতারণার ফাঁদে পা দেই। (আর যাইহোক, চ্যালেঞ্জে তো আর হারা যায় না..! Drooling) নিজের প্রয়োজনে ওরা এসে বলে, “দুই বাংলা এক করে দাও”। আবার সময়ের ব্যবধানে তারাই বাঘের জাতিকে বিড়ালের সাথে তুলনা করে। কারণ ওরা জানে, পাখি ড্রেসের কোন সমাদর ভারতে না থাকলেও বাংলাদেশের মেয়েরা সেই ড্রেসের জন্য আত্মহত্যাও কর । Love Struck

যতদিন জাতিগতভাবে আমাদের দালালী,গোলামী আর মুনাফেকী চরিত্র বিদায় না নেবে ততদিন একইভাবে শোষিত হবে বাংলাদেশ। ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম। এক লোক প্রতিদিনই তার স্ত্রীকে কারণে অকারণে উত্তম মাধ্যম দিয়ে থাকে। স্ত্রীও নীরবে সহ্য করে। একদিন সহ্য করতে না পেরে স্বামীকে জিজ্ঞাসা করে “আপনি কি আমাকে রাখবেন না?” স্বামীর সোজা জবাব “কিলের ওজনে টের পাও না?”

ভারত যে আমাদের স্বাধীন থাকতে দেবে না তা এদেশের মানুষ ওই স্ত্রী লোকের মত এতদিন পরে এসে বুঝলেও অধ্যাপক গোলাম আযম বুঝেছিলেন সেই ৭১ সালেই। এতদিন পরে এসে পিলখানা, ফেলানী কিংবা বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে সরাসরি হস্তক্ষেপ দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ কে সিকিমের মতই দেখতে চায় ভারত। হয়তো তা পারবেও। কারণ বর্তমান ক্ষমতাসীন আর লেন্দুপ দর্জির মধ্যে আমি কোন পার্থক্য দেখি না। তাদের অধিকাংশই বিশ্বাস করে “1971 INDIA CREATED BANGLADESH”...!

বিষয়: আন্তর্জাতিক

১০০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309949
২০ মার্চ ২০১৫ রাত ০২:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :

বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে মৃত্যু!!!!!!!

বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলার কেশবপুর গ্রামের বখতিয়ার হোসেন জানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজির আলী অনেকের মতোই গতকাল সারা দিন বাড়ি বসে ভারতের সাথে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলায় বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতে পেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলা শেষে বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনায় বাড়ির লোকজন তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজির আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সূত্র নয়াদিগন্ত অনলাইন
309981
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:০২
হতভাগা লিখেছেন : ৩ মোড়লেরে মধ্যে ভারতের কাছ থেকেই আইসিসি বেশী টাকা পায় । তাদের আইপিএলের জন্য আইসিসি শিডিউল সেটআপ করে ।

গত বছরের জানুয়ারীতে যখন ৩ মোড়লের সম্ভাব্য কারসাজি নিয়ে কথা উঠেছিল যে এদের জন্য আইসিসির নিয়ম আলাদা হবে , সেটা প্রথমে প্রলাপ মনে হলেও গতকালের খেলায় তার প্রমান পাওয়া গেছে ।

ইন্ডিয়া ক্রিকেট খেলাটাকে দুষিত করে ফেলেছে ।
শত কোটি মানুষের চোখের সামনে যারা এই চুরিটা করলো তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা বোকামী ।

ইন্ডিয়ার সাথে যে কোন দলের খেলাই আমাদের কাছে পাতানো মনে হয় । খেলাকে নিয়ে ব্যবসার দিকে মন দিতে গিয়ে আইসিসি খেলাটাকে একসময় না হয় ব্যান করার পর্যায়ে নিয়ে যায় - এটাই আশংকা হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File