হাজি বিবি
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ আগস্ট, ২০১৭, ০৬:০৮:৫৪ সকাল
এক
হাজি বিবি, কেঁদে কেঁটে তসবি জপলেই কি হবে কেল্লা ফতে
মাথায় হিজাব পড়লেই কি হবে প্রলেপ দেয়া ইসলামের ক্ষতে
রোহিঙ্গা মুসলিমের অশ্রুজল
দক্ষিণের নাফ নদী টলমল
কিছু করুন, কতদিন কাটবে আর ইসলাম বেঁচে ক্ষমতার তখতে?
দুই
জীবন রক্ষাকারী সরঞ্জাম নাকি কেনা হচ্ছে বেশুমার
নিজের উঠোনে প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় নাকি দরকার !
সরঞ্জাম হচ্ছে হোক ক্রয়
যদি হয় কারো জীবন সংশয়
জীবনের ভলোবাসা যায় না কি ছড়ানো নাফ নদীর পার?
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন