মায়ানমারের এমনই শক্তি! কার আশকারাতে নাচছে ওরা?
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৯ আগস্ট, ২০১৭, ০৮:৩৩:০৯ সকাল
এই মায়ানমার যা শুরু করেছে তার একটা বিহিত হওয়া দরকার!
কেউ একজন এই ফ্যাসিস্টদের বিরূদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে দিলে ভাল হত।
রাষ্ট্রীয় সন্ত্রাস ও নৃশংস গণহত্যার অপরাধে এদের প্রত্যেকটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ।
আমাদের তো কোনো শক্তি নেই। অরণ্যে রোদন ছাড়া কিছু করার নেই আমাদের। তবে শুধুমাত্র 'মুসলিম সংখ্যালঘু' হওয়ার কারণে মায়ানমার সরকার যেভাবে তাদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে, মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেভাবে তাদের ভিটেমাটি থেকে নির্মূলের চেষ্টা করছে, এসবের সমুচিৎ জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন।
প্রতিরোধ কিংবা আইনি লড়াই, এ দুটোর কোনও বিকল্প নেই রোহিঙ্গা জনগোষ্ঠীর।
আমাদের দায়িত্ব হবে তাদের সমর্থন যোগানো। বিশ্বসম্প্রদায় ও আশেপাশের সকল প্রতিবেশী রাষ্ট্রকে অনুরোধ জানাতে হবে,
তারা যেন এই ঘাতক বাহিনীর সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
আর মানবিক দায়বোধ থেকে বাংলাদেশ সরকার যেন উদ্বাস্তু রোহিঙ্গা শরনার্তীদের আশ্রয় প্রদান করেন- সে আবেদনও জোরালোভাবে জানাতে হবে আমাদের।
শক্তি নেই জেনেও নিপীড়িতের পক্ষে কথা বলায় দ্বিধা করা উচিৎ নয়!
বিষয়: রাজনীতি
৮৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম ভুরি ভুরি উদাহরণ আছে মধ্যপ্রাচ্যে। ৫ হাজার আমেরিকান মারা অজুহাতে ৬ লাখ ইরাকী হত্যা করা হয়েছে। ৫ হাজার আমেরিকানদের জন্য যে আহাজারি ৬ লাখ ইরাকীর জন্য কোন পরিতাপ নেই । কারণ ইরাকীরা মুসলমান ছিল। শুধু সরি বলেই কাজ সেরেছেন বুশ।
আজ যদি বাংলাদেশের কোন কোনায় কোন হিন্দু বা বৌদ্ধ বা কোন খৃষ্টানকে মারা হয় সেটা বিশ্ব বিবেককে যেভাবে নাড়া দেবে তার ১০০০ ভাগের এক ভাগও নাড়া দেবে না যদি সেটা কোন মুসলমান হয়।
মুসলমানদের মানবাধিকার থাকতে নেই (মাহমুদুর রহমান)
অমুসলিমেরা আমাদের জন্য কিছু করে দেবে সে আশা দুরাশা মাত্র! কিন্তু মুসলিমদের মধ্যে কি এমন কেউ নেই যে কিনা আইনি লড়াইয়ে অন্তত মায়ানমারের বিষদাঁত ভেঙ্গে দিতে পারে?
মন্তব্য করতে লগইন করুন