ফাটাকেষ্ট কাদেরের জন্য লিমেরিক

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৩ আগস্ট, ২০১৭, ০২:৪৮:৩৬ রাত

(বন্যা ত্রাণ দিতে গিয়ে ফাটাকেষ্টর ভুড়ি ভোজনের প্রাণ জুড়ানো ছবি দেখে !)



এক

বন্যা ত্রাণ দিতে গিয়ে হলোতো মহা ভুড়িভোজন

বন্যার্তদের হলো কি কোনোই দুঃখ মোচন ?

আপনারা খাবেন গোশত, পরোটা

বন্যার্তদের বাজবেই বারোটা

মন্ত্রিত্বের সিঁড়ি থেকে হোক গণদুর্ভোগ দর্শন |



দুই

বন্যার্তদের দেখতে গিয়ে যেমন হলো ভুরিভোজ

তেমন করেই খাইয়ে দাইয়ে নিন না তাদের খোঁজ!

বসত বাটি, জমির শেষ সম্বল,

সব হারাবার বেদনার অশ্রুজল,

মোছাতে হলোই না হয় কষ্ট, হবে কি তা রোজ রোজ?

বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383850
২৩ আগস্ট ২০১৭ দুপুর ০৩:৫১
হতভাগা লিখেছেন : সালা , মারবো এখানে

লাছ পুড়বে শ্মশানে
২৩ আগস্ট ২০১৭ রাত ১০:৩০
316744
কাব্যগাথা লিখেছেন : হতভাগা,
খুবই বড় ভয়,
পেলাম মনে হয়|
তবুও কবিতাই প্রতিবাদ,
কবিতাতেই পাই আশাবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File