হাসিনা-সিনহা নাটক ইন্ডিয়া নিয়ন্ত্রিত নির্বাচনী রোডম্যাপের অংশ। হাসিনা, সিনহা, লে. জে. আজিজ আহমেদ নিয়েই চুড়ান্ত নির্বাচনী রোডম্যাপ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২২ আগস্ট, ২০১৭, ০৯:২৪:১৯ রাত



যাহাই হাসিনা তাহাই সিনহা। হাসিনা-সিনহা নাটকে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। ইন্ডিয়ার তৈরী করা ব্লপ্রিন্ট এর আলোকেই চলছে সবকিছু। ষোড়শ সংশোধনীর রায় বাতিল আহামুড়ী কিছুই হয়নি। কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ এটা নিয়ে হুলুস্তুল কান্ড পাকিয়েছে। আপাত দৃষ্টিতে এটা বিচার বিভাগের সাথে অর্থাৎ এস কে সিনহা গং এর সাথে নির্বাহী বিভাগের অর্থাৎ হাসিনা গং এর গন্ডগোল মনে হলেও পুরো ব্যাপার ভিন্ন। এই গন্ডগোল নাটক নিয়ে ইন্ডিয়া যা চাচ্ছে প্রথমত: বিরোধী দল সহ সমস্ত দেশবাসীকে গোলক ধাধায় ফেলে দিয়েছে, মনে হচ্ছে এস কে সিনহাই পাকিস্থানের আদলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবৈধ ঘোষনা করবে। এই ধাধায় মানুষ ভারত সৃষ্ট বন্যা থেকে অন্য দিকে দৃষ্টি সরাবে, মেরুদন্ডহীন নির্বাচন কমিশন নিয়ে কোন আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হবে না। দ্বিতীয়ত: ভারত দেশে হাসিনা বিরোধী বিক্ষোভ শুরু করবে বা যেভাবেই হোক সিনহাকে দিয়ে হাসিনাকে বরখাস্ত বা হেনস্থা করবে এমতাবস্থায় আওয়ামী লীগ দেশে বিক্ষোভ করবে, দেশে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হবে আর প্রেসিডেন্ট আবদুল হামিদ লে.জে. আবদুল আজিজ কে সেনা প্রধান বানাবেন। লে. জে. আবদুল আজিজ, আবদুল হামিদের সাথে যোগসাজস করে মার্শাল ল জারি করবে। এভাবে কিছুদিন যাওয়ার পর আবার নির্বাচন হবে। শেখ হাসিনার বানানো কন্টাকটর বাহিনী আবারও শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। লে. জে. আবদুল আজিজ যদি বেঈমানীর চেষ্টা করে তবে তার ভাইকে দিয়ে আজিজকে সাইজ করাবে হাসিনা। এভাবেই এ দেশকে নিয়ন্ত্রনে রাখবে ইন্ডিয়া।

বিষয়: বিবিধ

১৫৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383863
২৪ আগস্ট ২০১৭ রাত ০৮:২৬
হারেছ উদ্দিন লিখেছেন : নাটক বলেন আর যাই বলেন সুরেন্দ্র কুমার সিনহা ইতিহাসে আসবে সেটা বীর সাহসী সন্তান অথবা জাতির গাদ্দার হিসাবে এটা নির্ভর করবে নাটকের ফিনিসংএর উপর।
২৪ আগস্ট ২০১৭ রাত ০৯:১২
316747
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আকাটা হিন্দুরা সব সময় পর্দার ওপারেই থেকেছে। যদিও উর্মি চাঁদ, জগৎ শেঠ, রায় বল্লভরা সিরাজের সাথে বেঈমানীর পাইওনিয়ার তবুও মানুষ মীর জাফরকেই 'বেঈমানীর প্রতীক' মনে করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File