বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রীতিভাজনেষু

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ আগস্ট, ২০১৭, ১১:১৩:২০ সকাল



এক

সিনহা বাবু এবার অন্তত কিছু একটু বলুন

বন্ধ মনের দরজাটা জোর করে হলেও খুলুন |

দেশ প্রেমিক সরকারের নেতা নেত্রী

সংবিধান লঙ্ঘনের পাত্র পাত্রী

সব ক’টাকে আইনের দাড়িপাল্লায় তুলুন |



দুই

গণতন্ত্রের গলায় মালা ঝোলাতে নেই কেউ

গণতন্ত্র খুবলে খেতে চলছেই ঘেউ ঘেউ !

উদ্ধত অবৈধ স্বৈরাচার

আইনের দড়ি দরকার,

গরাদের বাইরে চাইনা দেবতার ফেউ |

বিষয়: বিবিধ

৭৬৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383837
২২ আগস্ট ২০১৭ দুপুর ১২:৫১
হতভাগা লিখেছেন : শুনলাম, উনি নাকি সংযম দেখাচ্ছেন ।

চারপাশ থেকে যেরকম কথা আসতেছে বড় বড় মানুষদের কাছ থেকে এসব যদি আমাদের মত সাধারণ মানুষে কাছ থেকে হত , তাহলে জেল জরিমানা হয়ে যেত । বিচারপতির সামনে হাত জোড় করে ৩ ঘন্টা ধরে মাফ চাইতে হত।

২৩ আগস্ট ২০১৭ রাত ০২:৫৮
316741
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:
একেছেন খুব সত্য
দেশের সঠিক চিত্র
গরিবের নেই মিত্র
বৈষম্য আজ সর্বত্র ||
ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য |
383838
২২ আগস্ট ২০১৭ দুপুর ০১:১০
আবু জারীর লিখেছেন : বলবে কিভাবে? কোথাও না কোথাও তারও দূর্বলতা আছে। হয়ত সেই ভয়ে চুপ করে আছে।
২৩ আগস্ট ২০১৭ রাত ০৩:০০
316742
কাব্যগাথা লিখেছেন : হয়তো,দেখা যাক! ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য|
383846
২৩ আগস্ট ২০১৭ রাত ০৩:০০
কাব্যগাথা লিখেছেন : হয়তো,দেখা যাক! ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য|
383866
২৪ আগস্ট ২০১৭ রাত ০৮:৩৬
হারেছ উদ্দিন লিখেছেন : যতটুকু বন্ধ না করলেই হয়!
২৫ আগস্ট ২০১৭ সকাল ০৯:৫৯
316749
কাব্যগাথা লিখেছেন : হারেছ উদ্দিন:ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File