রাগ, বন্যা ও স্বৈরাচারের লিমেরিক
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ আগস্ট, ২০১৭, ১১:০০:৪২ সকাল
এক
ক্ষিদের সময় রাগে থালা বাটি উল্টে দিলে
কত না যত্নে মা দিতেন খাবার পাতে তুলে |
এই পলাতক গণতন্ত্রে
রাগ আমার প্রতিটি অন্ত্রে
উল্টে দিলে স্বৈরাচার, কে নেবে গণতন্ত্রের কূলে?
দুই
ছোট বেলায় প্রাইমারি স্কুলে বন্ধু ছিল খুব হরিদাস আমার
অংকের ক্লাসে স্যারের পিটুনিতে প্রতিদিন করতো চিৎকার
পিটুনি খেয়ে অংক শেখা হরিদাস
চমকে দিয়ে এক বারে মেট্রিক পাশ !
সরকার পিটিয়ে শেখাবে বন্যা নিয়ন্ত্রণ কোথায় আজ সেই স্যার?
বিষয়: বিবিধ
৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন