চুপ, আজ শোক দিবস!

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ আগস্ট, ২০১৭, ০৭:০৬:৩৮ সন্ধ্যা



এক

বিদ্যুত,আকাশ আলো করে উঠোনা ক্ষনে ক্ষনে চমকে

বাতাস,ঝিরি ঝিরি বয়োনা শোক দিবসে, থাকো থমকে

নদী,বয়োনা ছলছল

ঝরুক শুধু অশ্রুজল

চুপ,আজ শোক দিবস রস ভঙ্গ হবে পুলিশি ধমকে!



দুই

শিশু জন্ম নিয়োনা আজ সারা দিন

হবেনা জন্মদিনের উৎসব রঙিন

জাতি উদয়াস্ত

শোক দিবসে ব্যস্ত

হারাবার বেদনায়, কেঁদে কেটে সঙ্গীন!

বিষয়: বিবিধ

৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File