এতো প্রশংসার পর ও গায়ে জালা কেনো?

লিখেছেন লিখেছেন বাকশাল ১৫ আগস্ট, ২০১৭, ০৪:১১:৫৭ বিকাল

ষোড়শ সংশোধনীর রায়ে জাতির জনক বঙ্গবন্ধু এবং স্বাধীনতাযুদ্ধের প্রসঙ্গ সর্বাধিকবার ব্যবহার করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ষোড়শ সংশোধনীর রায়ে শেখ মুজিবুর রহমানের নাম বিচারপতিদের পর্যবেক্ষণে মোট ১১ বার এসেছে। এর মধ্যে সর্বাধিক পাঁচবারই উল্লেখিত হয়েছে প্রধান বিচারপতির অংশে। বঙ্গবন্ধু শব্দটি মোট এসেছে নয়বার। এর মধ্যে প্রধান বিচারপতি একাই উল্লেখ করেছেন তিনবার। প্রধান বিচারপতি এতো প্রশংসার পর ও গায়ে জালা কেনো? মন্ত্রী এম পি রা বলে বেড়াচ্ছেন সংবিধানের ১৬তম সংশোধনী বাতিল অবৈধ। কারন সংসদ অবৈধ , সংসদ প্রেসিডেন্ট নির্বাচন করে, এ কারনে প্রেসিডেন্ট অবৈধ আর যেহেতু প্রেসিডেন্ট প্রধান বিচারপতি নিয়োগ দেন তাই প্রধান বিচারপতি ও অবৈধ!, প্রধান বিচারপতি অবৈধ যে এতিদিন পরে টের পেয়েছেন?? তাহলে এ বিচারপতির দেয়া অন্যরায় গুলা কি হবে?? রায়ে যাদের ফাঁসি দেয়া হলো সেগুলা ও তাহলে অবৈধ! এতো অবৈধ নিয়ে বৈধ থাকেন কিভাবে?????????

বিষয়: বিবিধ

৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File