লালকার্ড
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৬ জুলাই, ২০১৭, ১২:২০:৫৯ দুপুর
ঢাকাবাসি লাল কার্ড করেছেন প্রদর্শন,
দুই মেয়র আনিসুল হক আর খোকন |
ফুটবল খেলা হতো দু'জনের বরবাদ,
খেলোয়াড় হয়ে পেলে লাল কার্ডের স্বাদ |
ক্রিকেটেও লালকার্ডের হচ্ছে প্রচলন,
যদি জানতেন আনিসুল হক আর খোকন !
কিন্তু এখন দেশে নেত্রীর সরকার !
লালকার্ড ভাবনা কি এতো দরকার ?
মেয়রের চাকুরী থাকবে ঠিক,
জনগণ ভোট দিক বা না দিক !
নগরবাসী স্বাস্থ্যসেবাহীন,
চিকুনগুনিয়ায় কাটছে দিন !
রাজারবাগে নৌকা ভাসে,
মেয়রের কি যায় আসে?
শংকায় কাটে প্রতিটি দিনরাত্রি,
জনগণ আজ ফুটো নৌকার যাত্রী |
ধুঁকছে ঢাকা, ধুঁকছে ঢাকাবাসী,
ঢাকার হবেনাতো সলিল সমাধি?
বৃষ্টি বর্ষণে,বন্যায়,জলাবদ্ধতায়,
নাকি নিঃশব্দ মৃত্যু চিকুনগুনিয়ায়?
ঢাকার নগর পিতা দুই জন,
লালকার্ড দেখবেন কতক্ষন?
হয় দুর্ভোগ হ্রাসে কিছু করুন,
নয় স্বেচ্ছায় পদ থেকে সরুন |
বিষয়: বিবিধ
৭১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাধারণ জনগনের সবাই একসাথে মিলেও উনাদের একটা পিউবিক হেয়ারও চিড়ঁতে পারবে না।
বরং উনারা সাধারণ জনগনকে মূলা ঝুলিয়ে বা ১০ ঘাটের জল খাইয়ে যেতে পারদর্শী সবসময়।
আবার ভোট হলে জন গন এদের পক্ষেই গলা ফাটাবে , ভোটও দেবে।
মন্তব্য করতে লগইন করুন