কাফেলা/কবিতা

লিখেছেন লিখেছেন উদীক্ষণ ১৬ জুলাই, ২০১৭, ১১:৪৫:৫৭ সকাল

কাফেলা

সুফিয়া খাতুন

-আমরা এক ঝাক নবীন প্রহরী,

-যারা মিলিত হয়েছি এক সংগ্রামী কাফেলায়।

-আমাদের পথ চলা,

এক মহান লক্ষ্য অর্জনে।

-আমরা শুরু থেকেই ছুটছি,

-সেই মহান রবের করুনা পেতে।

-আমরা ছুটছি কোরাআনের পথে।

-আমরা ছুটছি রাসুলের পথে।

-এ পথটি কখনই সুখের ছিল না,

-ছিল না ফুলের মালা বিছানো।

-সর্বদাই ছিল বিপদ-শঙ্কুলে ভরা।

-ছিল বাতিলের ফেলে রাখা হাজারো কাঁটা।

-তবু থেমে নেই এ কাফেলা,

-দ্বীনের সুমহান দায়িত্ত্ব পালনে ছুটে চলেছে আপন গতিতে।

-আদি থেকে অন্ত পর্যন্ত,

রয়ে যাবে আমাদের পথ চলা.....

বিষয়: বিবিধ

৭১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File