ভুল/কবিতা

লিখেছেন লিখেছেন উদীক্ষণ ১৫ জুলাই, ২০১৭, ১১:৩৩:৩০ রাত

ভুল দিয়েই পৃথিবীতে আগমন,

তাই মানুষ বার বারই ভুল করে বসে।

তবে এখানেই শেষ নই,

ফিরে আসতে হবে।

ভুলকে সংশোধন করতে হবে।

শুধু শুধু হৃদয়কে ধিক্কার দিও না,

হতে পারে এই ভুলই তোমাকে শেখাবে।

তোমাকে নিয়ে যাবে,

সত্যের দারপ্রান্তে।

শুধু প্রয়োজন একটি অনুগত হৃদয়ের,

যে ভুল করবে আবার,

রবের কাছে ক্ষমার জন্য প্রার্থনাও করবে।

রবতো তাকেই বেশি ভাল বাসে,

যে ভুল করে, আবার ফিরে আসে।

সে তো কখনই রবের প্রিয় হতে পারে না,

যে কখনো ভুল করে নি,

আবার চোখের অশ্রু ঝরিয়ে ক্ষমা প্রার্থনাও করে নি।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File