গণতন্ত্রের সংলাপ: তাঁবেদারির প্রকাশ্য ও অপ্রকাশ্য

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ এপ্রিল, ২০১৭, ০৬:৪৩:১২ সন্ধ্যা

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

কাঙ্খিতা: প্রকাশ্যে কি থাকে, কে আসে?

স্বপ্নীল: সত্য, সৌন্দর্যে যে ভাসে |

মানুষ "সুন্দর" প্রকাশ্যে রাখে,

মিথ্যা, কুৎসিত আড়ালে ঢাকে |



কাঙ্খিতা: সুন্দর, সত্য থাকে প্রকাশ্যে ভয়হীন,

অসুন্দর, মিথ্যা আড়াল চায় চিরদিন |



স্বপ্নীল: হাওড়ে বন্যায় ফসল ডুবে, মৃত্যু হানা দেয় জলে আর স্থলে,

তেজস্ক্রিয়তার সত্য চাপতে মরিয়া সরকার মিথ্যার বেড়াজালে |

এই সরকারই প্রকাশ্যে মুক্তিযুদ্ধ চেতনার ঝড় তুলে,

দেশ বিক্রির প্রতিরক্ষা চুক্তি করে আড়ালে অবডালে |



কাঙ্খিতা: সফর হলো বাজিয়ে কত ঢাক ঢোল,

রাষ্ট্রপতি ভবনে থাকার শোরগোল |

হয়েছে বাইশ স্বারক, চুক্তি সফরে,

সেগুলো কেন থাকবে তবে আঁধারে?



স্বপ্নীল: কেন দেখবে না আলো সে সব চুক্তি?

এ সফর পরাধীনতার স্বারকে মুড়েছে দেশের মুক্তি |

প্রতিরক্ষা চুক্তির প্রতি ছত্র,

বিকিয়েছে স্বাধীনতা গৌরব স্বত্ব |



কাঙ্খিতা: সরকার মরিয়া চুক্তি লুকোতে,

দেশ বিক্রির চুক্তি আঁধারে ঢাকাতে |



স্বপ্নীল: ক্ষমতা টেকাতে চাই দেবতার আশীর্বাদ,

সত্যের প্রকাশে যদি হয় আশা বরবাদ?  

চুক্তি প্রকাশের দাবি তাই নিষ্ফল,

হবে যতই দাবি করুক বিরোধী দল |



কাঙ্খিতা:হাওর জলের তেজস্ক্রিয়তার সত্যও লুকোবে এই সরকার

তাঁবেদারির তুলিতে মিথ্যার ছবি আঁকবে প্রেসনোটে তার|

স্বপ্নীল: নিজের অসুন্দর অন্যকে দেখায় কখনো কেউ প্রদীপ জ্বেলে?

প্রতিরক্ষা চুক্তির ধারা, হাওরের মৃত্যুও থাকবে আঁধারের অতলে !



বিষয়: বিবিধ

৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File