আদর্শগত উন্নয়ন মডেল “একটি বাড়ি একটি খামার প্রকল্প”

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ এপ্রিল, ২০১৭, ০৬:৫৯:৩৬ সন্ধ্যা



ক্ষুদ্রঋণ কর্মসূচির মতো এবার দারিদ্র বিমোচনে বাংলাদেশের আরেক নতুন বৃহৎ কর্মসূচি একটি বাড়ি একটি খামার প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রামের ক্ষুদ্র কৃষক-পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য হওয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পকে আদর্শগত উন্নয়ন মডেল হিসেবে বিবেচনা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিশ্ব প্রতিনিধিত্বকারী সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) দারিদ্র বিমোচনে বাংলাদেশের এই বৃহৎ প্রকল্পটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। দারিদ্র বিমোচনে এই প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে জাতিসংঘের অপর দুটি সংস্থা এফএও, ডব্লিউএফপি ইতিবাচক হিসেবে বিবেচনা করছে। আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী এসব সংস্থার ইতিবাচক ধারণার কারণে এদের আওতাভুক্ত অনেক দেশও কৃষি উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্প ধারণাকে অচিরেই প্রয়োগ করতে পারে। বাংলাদেশের কৃষি উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মৎস্য চাষ, গবাদি পশু ও হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সরকারের দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রাখছে। ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সংস্থাটি এই অভিন্ন লক্ষ্যে সহজ শর্তে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। অন্যদিকে স্বাধীনতা-পরবর্তী সময় থেকে এফএও, ডব্লিউএফপিও সমান্তরালভাবে বাংলাদেশের কৃষি ও খাদ্যনিরাপত্তা অর্জন, পল্লী উন্নয়ন এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কারিগরি ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এদিকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের নিয়ে গঠিত হতে যাচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। বর্তমানে সারা দেশে ৫১ লাখ দরিদ্র মানুষ একটি বাড়ি একটি খামার প্রকল্পের সরাসরি সুবিধা ভোগ করছে।



বিষয়: বিবিধ

৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File