গণতন্ত্রের সংলাপ: প্রধানমন্ত্রীর নির্বাচনী হিসেব,তেতুল হুজুর এবং বিএনপি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৬ এপ্রিল, ২০১৭, ০৫:০৯:৫৭ সকাল

স্বপ্নীল: প্রধানমন্ত্রীর মাইক হাসান মাহমূদ,

শুনেছ কি তুলেছে হাস্যরসের বুদ্ বুদ্?

কাঙ্খিতা: বাচাল শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর এই ভক্ত,

কথায় তার হাসি চাপা বড় শক্ত |

ফ্রান্স তিউনিসিয়ার সন্ত্রাসী হামলার পিছে,

এইতো বলেছিলো খালেদা জিয়ার হাত আছে!



স্বপ্নীল: করে শাপলা চত্বরে আলেম ওলামার রক্তস্নান,

ক্ষমতা মোহে সন্ত্রাসী,জঙ্গি করে আখ্যা দান

বলেছেন, এবার প্রধানমন্ত্রী ইসলামের পক্ষে!

কাঙ্খিতা: খালেদা জিয়া এই ঘোষণা দিলে পাবে রক্ষে?

স্বপ্নীল: বলেছেন, থেমিস দেবীর মূর্তিতে হয়েছে

জাতীয় ঈদ গায়ের স্বকীয়তা ক্ষুন্ন!

কাঙ্খিতা: এ'কথা বলেইতো কবে থেকে রয়েছে,

পালিয়ে মানুষ ঘর বাড়ি করে শূন্য |

স্বপ্নীল: থেমিস দেবীর ভাস্কর্য!

ধ্বংস বুঝি অনিবার্য |

কাঙ্খিতা: প্রধানমন্ত্রী করেছেন তার মনোভাব ব্যক্ত,

প্রধান বিচারপতি কেমনে হবেন বিপরীতে শক্ত?



স্বপ্নীল: ওবায়দুল কাদের ফাটাকেষ্ট,

করেছেন তার মন্তব্য শ্রেষ্ট!

প্রধামনন্ত্রী হেফাজত মিলে হয় “আলোচনা”,

থাকে “রাজনৈতিক ইমপ্লিকেশন” |

কাঙ্খিতা: বিএনপি হেফাজত সম্পর্ক হবে জঙ্গি ঘটনা

খুঁজে পাবেই সরকার সন্ত্রাসী কানেকশন!

স্বপ্নীল: জিততে হলে আগামী নির্বাচন,

লাগবে তেতুল হুজুরের সমর্থন !

কাঙ্খিতা: ক্ষমতার স্বাদ পেতে আরো একবার,

বিএনপি-হেফাজত সম্পর্ক ভাঙা দরকার |

স্বপ্নীল: নির্বাচনী হিসেব প্রধানমন্ত্রী,

করেছেন গুনে কড়া ক্রান্তি !

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File