জাতীয় পতাকার ছবি ও জাতীয় সঙ্গীত কওমী পাঠ্যপুস্তকে নেই কেন ?
লিখেছেন লিখেছেন আতাউর ১৬ এপ্রিল, ২০১৭, ০৬:২২:৫১ সকাল
এনসিটিবির প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা বইতে দেখা যায়, শুরুতে রয়েছে জাতীয় পতাকার ছবির সঙ্গে এর বিস্তারিত বিবরণ ও জাতীয় সঙ্গীত , যা পাওয়া যায়নি কওমীর কোনো বইয়ে। বরং একই স্থানে দেওয়া হয়েছে কওমী মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুহাম্মাদ আব্দুল জব্বার জাহানবাদীর বক্তব্য।এই আব্দুল জব্বার মনে করেন, তাদের এই কাওমি শিক্ষা বেবস্থা শুরু হয়েছে মদিনা থেকে কিন্তু বর্তমানে চলমান এই সাধারণ শিক্ষা বেবস্থা হল ধর্মহীন । তবে সাধারণ ধারার শিক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক রাখা হয়েছে। ২০১৩ সাল থেকে উচ্চ মাধ্যমিকেও যুক্ত করা হয়েছে নতুন বিভাগ ‘ইসলাম শিক্ষা’। কিন্তু আমার মতে কওমি শিক্ষার অনুসারীরা বাংলাদেশের নাগরিক থাকতে চাইলে বাংলাদেশের পতাকা ও বাংলাদেশের আদর্শের শিক্ষায় শিক্ষিত হতে হবে। মদিনার আদর্শের শিক্ষা গ্রহন করে বাংলাদেশে রাষ্ট্র বিরোধী আদর্শ প্রচার করা যাবে না। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের চাকরির ব্যবস্থা করতে বাংলাদেশ স্বাধীন করা হয় নাই। ইসলামের দৃষ্টিতে ইমামতি ও মুয়াজ্জিনী করে অর্থ গ্রহন করলে তা আয়াত বিক্রি করার সামিল যা ইসলামে নিষিদ্ধ। তাছাড়া এই কাওমি শিক্ষার্থীরা কোনভাবেই দেশপ্রেমিক হয়ে বেড়ে উঠে না, যাকিনা জঙ্গিবাদে উৎসাহিত করে ।এসব কওমী মাদ্রাসায় সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হোক ।
বিষয়: বিবিধ
৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন