Conflict between America and North Korea and China policy

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৬ এপ্রিল, ২০১৭, ০৭:১৩:৩৮ সকাল

উত্তর করিয়া এবং আমেরিকার মধ্যে বর্তমান সঙ্কট যুদ্ধে রূপ নেওয়ার সম্ভবনাই বেশী। কেননা উত্তর করিয়াকে আমেরিকা সতর্কবার্তা দিলে উত্তর করিয়া তা আমলে না নিয়ে উল্টো আমেরিকাকে হুমকী দিয়ে বলেছে বেশী বাড়াবাড়ি করলে আমেরিকাতে পারমাণবিক হামলা চালানো হবে। এই অবস্থায় আমেরিকা এই হুমকীকে আমলে নিয়ে যদি পিছিয়ে যায়, তবে সারা বিশ্বের কাছে যে বার্তাটি পৌছবে তা হ’ল বর্তমান আমেরিকা একটা কাগুজে বাঘ মাত্র যারা শুধু ছোট ছোট দুর্বল সন্ত্রাসী গুষ্ঠির উপর হামলা চালাতে সক্ষম কিন্তু কোন সবল দেশের উপর নয়! আপর দিকে চায়না বলেছে যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ কেউ লাভবান হবে না। তার অর্থ হ’ল বর্তমান আমেরিকা উত্তর করিয়ার মত দেশের সাথে যুদ্ধ করারও সমর্থ রাখে না। চায়নাতো অনেক পরের কথা।

বিষয়: বিবিধ

৮৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382729
১৮ এপ্রিল ২০১৭ সকাল ১০:৪৯
হতভাগা লিখেছেন : বিশ্বের যে কোন বিষয় নিয়ে আমেরিকার এত চুলকায় কেন সেটা আমার বুঝে আসে না ।

আমেরিকা নিজের দেশে একটা ফুলের টোকাও লাগতে দেয় না , অন্যদিকে অন্যায়ভাবে দূর্বল মহাদেশগুলোতে একের পর হত্যাযজ্ঞ বাঁধিয়ে রেখেছে।

ইরান , উঃকোরিয়া , চীন , রাশিয়া এদের কে পারমানবিক বোমা বানালো বা বানলো না সেটাতে তাদের এত মাথা ব্যথারই বা কারণ কি ? ওরা তো আমেরিকার মত নিরীহ মানুষের উপর এটম বোমা ফেলেনি যেটা আমেরিকা ফেলেছে ।

আর এরা আমেরিকার মত নিজ মহাদেশ ফেলে ভিন্ন মহাদেশে গিয়ে যুদ্ধও খেলছে না ।

আমেরিকার যেমন নিজের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে , অধিকার আছে পারমানবিক বোমা বানানোর তেমনি প্রত্যেকটি দেশেরও আছে । আমি বলবো আরও বেশী আছে কারণ আমেরিকার চেয়ে তারাই বরং নিরাপত্তার হুমকিতে থাকে বেশী।

উঃ কোরিয়া কি সিরিয়াতে বোমা ফেলেছে বা আফগানিস্তানে ?

আমেরিকার কাছাকাছি পারমানবিক শক্তিসম্পন্ন দেশ আরও কয়েকটা আছে পৃথিবীতে , তারা তো আমেরিকার মত এতটা নাক গলায় না , যুদ্ধ করে না । যদি যুদ্ধ করেও তাহলে সেটা নিজেদের সীমানার আসে পাশেই। আমেরিকার মত আরেক মহাদেশে গিয়ে যুদ্ধ বাঁধায় না ।

আমেরিকার মত আরও দুটি দেশ আছে যারা আমেরিকার মতই অন্যদেশে বিনা কারণে যুদ্ধ বাঁধিয়ে মানুষ হত্যা করে এবং সে দেশের সম্পদ ও/বা জমি লুটপাট করে , তারা হচ্ছে ইসরায়েল ও ভারত ।

এই তিনটি দেশ দুনিয়াতে অশান্তি সৃষ্টি ও বিস্তারের মূল কারণ । এরা এবং এদেশের মানুষগুলো দুনিয়াতে না থাকলে দুনিয়াতে অনেক অশান্তি দূর হয়ে যাবে।

আল্লাহ এই দেশ তিনটিকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিন্হ করে দিন - আমিন।
382730
১৮ এপ্রিল ২০১৭ বিকাল ০৫:৫৩
আনিসুর রহমান লিখেছেন : আপনি কী একবারের জন্য কখনও চিন্তা করেছেন যদি উত্তর করিয়া আমেরিকার যে কোন শহরে পারমাণবিক বোমা মারার মত সক্ষমতা অর্জন করে তবে আমেরিকার কী হবে? আমেরিকা শুধু তার বিশ্ব মড়লগীরীই হারাবে না, সেই সাথে পড়বে সমূহ বিপদের মাঝে। কারন পরিষ্কার উত্তর করিয়ার ক্ষমতায় যারা আছে তার শুধু ফ্যানাটিকই না একই সাথে ঘোরতর আমেরিকা বিরোধী। তবে উত্তর করিয়ার এই চক্করে চায়না যদি কোন চাল চালে তবে বিশ্ব মানচিত্রে বিস্ময়কর পরিবর্তন ঘটাও বিচিত্র কিছু নয় এবং এই পরিবর্তনের ঢেউ যে বাংলাদেশ পর্যন্ত পৌঁছবে তাতে কোন সন্দেহ নেই।
এই তিনটি দেশের জন্য আমার দোয়া হল, ও আল্লাহ এদেশগুলর নেতাদেরকে সঠিক বুঝ দান কর যাতে তারা অন্য দেশের হক যেমন তোমার দেওয়া নদীর পানি ছিনিয়ে না নেয়। অন্য দেশে ফ্যাতনা ফ্যাসাদ, খুন খামারী, বোমা হামলা--- করে নিজেদের ফায়দা না লুটে। তাদেরকে অনিবায ধংসের হাত থেকে রক্ষা কর, সরল পথ দেখাও। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File