ফুল,ভালোবাসা আর রাজনীতির কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:৪৩:৪৯ রাত

ফুল থাকেনা সুবাস নিয়ে শুধুই ডালে,

ফুল থাকে শ্রদ্ধায়, ভালোবাসায়, অশ্রুজলে |

ভাষা সৈনিক, বীরশ্রেষ্ঠের সাহসী মরণে,

জীবিত কিংবদন্তি কোনো সন্তানের বরণে |

ফুলের নৈবদ্যে শুভেচ্ছা জানাবে সবাই,

কলি থেকে ফুল ফোটেতো বিশ্বাস নিয়ে তাই |

প্রেমিক ফুল প্রেয়সীর খোঁপায় পড়াবে,

প্রেমিকার গলায় ভালোবাসায় জড়াবে |

ফুল থাকবে অনিঃশেষ ভালোবাসার স্বরণে,

নিঃসীম শ্রদ্ধাঞ্জলির অর্ঘ্যে,কীর্তিমানের বরণে |

ফুল নিয়ে তাই কত কাব্য, কত কি

লিখলেন কত জন, কত কবি!

সে ফুল আজ দেশে হয়েছে ব্রাত্য,

ফুলের পাপড়িতে ঢাকা পড়েছে সত্য |

চৌদ্দই ফেব্রূয়ারি ভালোবাসা দিবসে,

কোটি টাকার ফুল বেঁচা কেনা দেশে |

সে ফুল নয় শুধু ভালোবাসাসিক্ত,

সে ফুলের সুবাস পরকীয়ায় তিক্ত |

ভোট ডাকাতির ষড়যন্ত্রী,

স্বাধীনতা বিকানো প্রধানমন্ত্রী,

অনির্বাচিত নীতিহীন সাংসদ

সুশীল সমাজ আওয়ামী বংশদবদ,

এরাই নৈবদ্য পায় ফুলের মালায়,

এই কলিকালে,এই জামানায় |

এরাই বাংলা ভাষা ডুবিয়ে হিন্দির অশ্লীল স্রোতে,

একুশের প্রহরে শহীদ মিনারে যায় ফুল হাতে |

দেখে শুনে ফুল নিয়ে এই মিথ্যাচার,

ফুলের জন্য আমার নেই ভালোবাসা আর |

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File