"অবিচল"

লিখেছেন লিখেছেন মাছুম আমিন ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০৫:৪৭ রাত

জীবনটা বহুমূখী,বহুরুপি।কত যে ছন্দ নিয়ে মানুষের জীবন প্রবাহীত তা বলা মুশকিল। সুখ দুঃখ হাসি কষ্ট সাথে নিয়ে জীবনের পথ চলা।

কিন্তু সুখের সময় নিজেকে নিয়ন্ত্রণ আর হতাশায় নিজেকে দৃঢ় রাখা মুখ্য।

খুশিতে আহ্লাদে ফেটে পড়া আর দুঃখে বিমর্ষ হয়ে পড়া মোটও কাম্য নয়।

জীবনকে সাফল্যমন্ডিত করতে এগুলো নিয়ন্ত্রণে থাকা চাই। সর্ব বিষয়ে চাই অবিচলতা।

তাহলে জীবন ভারসাম্যপূর্ন হবে।

বিষয়: বিবিধ

৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File