মা "পুনঃপুন স্বরনীয়"

লিখেছেন লিখেছেন মাছুম আমিন ০৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:১৫:৩৯ দুপুর

কীভাবে ভুলব?প্রতিটা শ্বাসে প্রশ্বাসে তোমার নির্মল সোহাগের বায়ু আমাকে আন্দোলিত করে,কিন্তু বিরহের এই ক্ষণে আমি মুষড়ে পড়ি বার বার।লোকে ভাবে তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি কিন্ত ভালো নেই।

বিয়োগে আমার নিরবে নিঃস্তব্দে অশ্রু ঝরে কেউ জানে না। পৃথিবীটা আমর কাছে তখনই শুন্য হয়ে গেছে যখন তোমাকে শেষ দেখলাম।

এরপর বহু চেষ্টা ব্যয় হয়ে গেছে ক্ষতে মলম দিতে,

হোকনা তা সমুচিত বা নয়, কিন্তু না, প্রতিটা লমহা লমহা তোমায় স্বরন করিয়ে দিচ্ছে।কারণ তুমিতো আজন্ম স্বরনীয়।

ভালো থেকো তোমার সবুজ গালিচায়,গুন গুন করে পাখিদের গান শোন তোমার রবের প্রেমে বিমোহিত হয়ে।

বিষয়: বিবিধ

৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File