পুলিশ এবং “বহু জনের কথা’
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ আগস্ট, ২০১৬, ০৪:৫৪:২২ রাত
(কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান নিয়ে লুৎফর রহমান রিটনের “পুলিশ এবং 'তাহাদের কথা” ছড়া পড়ে)
লুৎফর রহমান রিটন, সুপ্রিয় ছড়াকার,
আপনার ছড়ার উত্তর দেবার সাধ্য নেই আমার |
জানি, তবুও ল্যাপটপের বাটন হলো টিপতেই
চুপ চাপ বসে থাকা দায়, হলো কিছু লিখতেই |
পুলিশ জঙ্গি 'মারিল কি ছাড়িল' সে'প্রশ্নে দেশ নয় বিভক্ত,
পুলিশ নিরপেক্ষ তা ভাবাই হয়ে গেছে আজ বড় শক্ত |
ঘুমুতে যাবার সঙ্গী কালো ড্রেস না কি জাঙ্গিয়া,
সে প্রশ্নে যায়নি কারো বিশ্বাস বা মন ভাঙ্গিয়া |
পুলিশ মরেছে কি বাঁচলো কেন সেই প্রশ্ন বড় হয়ে উঠেনি,
নিজের কাছে নিজে করেছেন কি কোনোদিন আপনি?
সরকারের এই পুলিশ বাহিনী একের পর এক,দিন আর রাত,
ফেঁদে যায় কি গল্প , করছে কি সব বন্দুক যুদ্ধের সূত্রপাত !
দিনে দুপুরে পুলিশ যার হাতে পড়ায় হাতকড়া,
সেই আবার রাতের আঁধারে ক্রসফায়ারে পড়ছে মারা !
এতো যুদ্ধযান, আধুনিক অস্র,সঙ্গী করে ডগ স্কোয়াড,
তবুও অপরাধী ধরতে অভিযান একের পর এক বরবাদ|
হাতকড়া লাগানো একের পর এক বন্দী মারা সাফল্যে,
সরকারি রথী মহারথী কেউ কি পার পেয়ে যাচ্ছে আড়ালে ?
দিনে দুপুরে অস্র হাতে মিছিল করে যখন সরকারি বাহিনী,
তখন পুলিশ বাহিনীর চোখে কেমন করে পড়ে যায় যেন ছানি |
সরকারি নীতিতে অভিযানে লাইভ কোনো টেলিকাস্ট নেই ,
ডিজিটাল জামানায় এতো লুকোচুরি ! প্রশ্ন সেটা নিয়েই |
এই সব ফাক ফোকর গলেই উঠেছে প্রশ্ন, হয়েছে সন্দ,
আঁখি খুলুন জনাব, প্লিজ বাখবেন না করে আঁখি দুটি বন্দ |
একটি গণতান্ত্রিক সরকার, নিরপেক্ষ পুলিশ বাহিনী,
চালালে নিশ্চই হতো এই অভিযান এক অপূর্ব কাহিনী |
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর হয়েছে আপনার লিখা কবিতা।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন