এক সময়ের মধুর ও সুন্দর সর্ম্পকগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৫ আগস্ট, ২০১৬, ০৬:২১:৩৫ সকাল
একমাত্র শৈশব কালটাই মানুষের হিংসা ও অহংকারমুক্তভাবে চলা সম্ভব ! কৈশোর ও পৌঢ়তে এসেই মানুষের মধ্যে হিংসা ও অহংকার ও অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সবচেয়ে বেশী কাজ করে। তখন আস্তে আস্তে মানুষ শিক্ষাদিক্ষায় জ্ঞান বুদ্ধিতে রুপ লাবন্যে ও অর্থসম্পদে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক ধরনের প্রবনতা কাজ করে,আর তখনই রক্তের সর্ম্পকের মানুষগুলোর সাথে আত্নীয়স্বজনের সাথে বন্ধুবান্ধবের সাথে পরিচিত ও অপরিচিত অনেকের সাথেই আমাদের এক ধরনের বৈরী সর্ম্পক তৈরি হতে থাকে! এর বেশীরভাগ কারনগুলোই হচ্ছে অর্থনৈতিক! অনেক সময় এসব মানুষগুলোর সাথে কোনো সর্ম্পকই আর থাকে না বা অনেকটাই কমে আসে যা শৈশবকালে আনন্দে ও মিলেমিশে একসাথে কাটাতো ! সময় পরির্বতনের সাথে সাথে আমাদের মধ্যে এ ধরনের হিংসাত্নক ও অহংকারী মনোভাবটা দিন দিন বেশী থেকে খুব বেশীই চোখে পড়ছে !
আজকাল শুধু অর্থের কারনেই এক সময়ের সুন্দর ও মধুর সর্ম্পকগুলো আমাদের খুব আপন মানুষগুলোর সাথে আমরা নষ্ট করে দিচ্ছি বা নষ্ট হয়ে যাচ্ছে ।
_______এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন