তবুও কেন আরো চপেটাঘাত, দাদাবাবু

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৫:৫৩ সকাল

কি দেইনি তারে,

চাওয়ার আগেই দু হাত ভরে?

যা জমানো ছিল সবটুকু দিয়েছি,

বিনিময়ে টু শব্দটি কি কখনো করেছি?

যে সীমান্ত নিজের করে পাব বলে,

যুদ্ধে মেতেছি, ভেসেছি অশ্রুজলে |

খুলে দিয়েছি সে সীমান্তেরও দ্বার ,

বিজিবি গড়েছি ভেঙ্গে লড়াকু বিডিয়ার |

পদ্মা, মেঘনা, যমুনা তোমার বাধের থাবায়,

হয়েছে জল শূন্য, তিস্তাও বুঝি যায় যায়|

তোমার মালামাল যাবে নিরাপদে,

তাই তিতাসের বুকওতো ভরে দিয়েছি বালুতে |

যে দেশ পেয়েছি লাখো শহীদের প্রাণ, মা, বোনের অশ্রুজলে,

তার অধিকারও কি দেইনি তোমার হাতে এক টাকায় তুলে?

সীমান্তে মৃত্যুর মিছিলে থেমে যায় কত নির্দোষ জীবনের গান,

সে ব্যথার বিষ বুকে জমিয়ে আমিতো হয়েছি নীলকন্ঠ প্রাণ|

তোমার সমর্থনে করেছি স্বৈরাচারের সাথে মিতালি,

তোমার চাওয়াতেই গণতন্ত্র দিয়েছি জলাঞ্জলি |

কংগ্রেস নেই, বিজেপির হাত রঞ্জিত মুসলিম হত্যার রক্ত লালে,

তবুও দেইনি কি পুজোর থালা সাজিয়ে তাজা ফল আর ফুলে?

এতোদিন যখন দিয়েছি, তখন আরো দেবো নৈবদ্য তোমার পায়,

দেশের ভাড়ার শূন্য করে হলেও দেব, বলেইছিতো তোমায়|

একাত্তুরের গল্প বলেই চেতনার ফেরিওলা, জমানো আমার পসার,

সোনাগাছি আর আগরতলার বিলাসী জীবন কে খোঁজ নেয় আর!

একাত্তুরের বিজয় নিয়ে চেতনার যে মায়াজাল তুলেছিলাম গড়ে,

সম্বল সেই চেতনা দু’গালে চপেটাঘাত করে যদি প্রভু নাও কেড়ে

একাত্তুরের ষোলই ডিসেম্বর যদি দাবি কর 'ভেজায় দিবস' বলে, হায়,

বিক্ষোভে উত্তাল এই বদ্বীপে করুন পতন থেকে কে বাঁচাবে আমায়?



বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354593
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:১৩
শেখের পোলা লিখেছেন : আল্লাহ ছাড়া কে আছে বাঁচাতে পারে৷ তিনিও নারাজ মোদের উপরে৷ খাল কেটে হিংস্র কুমীর এনেছি ঘরে, কুড়াল মেরিছি আপন পায়ের পরে৷
354595
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২৫
কাব্যগাথা লিখেছেন : শেখের পোলা:যা বলেছেন!তবুও আল্লাহর ভরসায়ই তাকিয়ে আছি শুভোদিনের আশায় |
354597
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সকালে ওঠে প্রথমেই আপনার কবিতাটি পড়লাম। তিরস্কারে ভরা সত্যাশ্রয়ী এ কবিতাটি আমাদের পা-চাটা শাসকদের গালে চপেটাঘাতের মত। খুব ভালো লেগেছে কথাগুলো। অভিনন্দন গ্রহণ করুন।
354695
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪৩
কাব্যগাথা লিখেছেন : ইমরান বিন আনোয়ার: আপনার খুবই সহানুভূতিশীল মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File