ফেসবুক, তুমি আমার টিপু সুলতানের তলোয়ার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪০:৪৫ সকাল

ফেসবুক, কালো আবরণ সরিয়ে ফিরেছো দেখে

খুশি আজ, সুখী আজ, দিনান্তের সব দুঃখ রেখে |

'এসো মা লক্ষী বসো ঘরে

থাক আমার ঘর আলো করে'

তোমার মুক্তিতে বলিনি কোনো কথা তেমন যদিও

খুশির জোয়ারে ভরা আজ আমার হৃদয় নদীও|

সংবাদপত্রের হাতে হাতকড়া,

স্যাটেলাইট চানেলগুলো ধামাধরা |

সাংবাদিক বৃন্দের হাতে চুরি,

সত্য আড়ালে,শুধু মিথ্যার ফুলঝুরি |

ফেসবুক, তোমায় রাখিনি ফেভরিটের অসংখ্য লিঙ্কে বন্দী,

তুমি হাতিয়ার স্বৈরতন্ত্র যেখানে ভেঙ্গেছে সব সন্ধি |

বুকে চাপা স্বৈরাচারের জগদ্দল পাথর |

ছিনিয়ে আনতে গণতন্ত্রের একটি সোনালী ভোর,

স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লবে, বিক্ষোভে ফেটে পরবার

যুদ্ধে, ফেসবুক তুমি আমার টিপু সুলতানের তলোয়ার|

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353788
১৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
বার্তা কেন্দ্র লিখেছেন :

অনেক ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৫
293811
কাব্যগাথা লিখেছেন : বার্তা কেন্দ্র:আপনাকেও অনেক ধন্যবাদ
353800
১৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
হাফেজ আহমেদ লিখেছেন : যুদ্ধে ফেসবুক, তুমি আমার টিপু সুলতানের তলোয়ার|
353861
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৭
কাব্যগাথা লিখেছেন : হাফেজ আহমেদ :আপনাকেও অনেক ধন্যবাদ |মাঝে মাঝে ভাবি ফেসবুকটাকে যদি আমরা আরো ইউজফুল করে ব্যবহার করতে পারতাম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File