বন্ধ ফেসবুক আর স্বৈরাচারের কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৪:০৩ সন্ধ্যা

ফেসবুক ছাড়া জীবন চলবেনা, কারা বলছে?

ফেসবুক ছাড়াইতো জীবন দিব্যি চলছে |

প্রশ্ন কিন্তু সেটা নয় যে জীবন চলবে কি চলবেনা,

জীবন চলবেই স্বৈরাচারের আঘাতে তাতো থামবে না |

ফেসবুক ব্যবহার করবে উপমন্ত্রী পলক, তারানা হালিম

জনগণ ব্যবহার করলেই হতে হবে সন্ত্রাসী, জঙ্গি বা জালিম!

ভাইবারে কথা বললেই চোখ রাঙ্গানি,

ফেসবুকে লিখলেই পুলিশের ঠ্যাঙ্গানি |

তার সাথে আছে হলুদ সাংবাদিকতায় মোড়া সংবাদপত্র,

দলদাস দলবাজ একপাল পোষা ক্যাবল টিভি যত্র তত্র |

আরো আছে রিমান্ডে নেবার লাল ইমারত,

মিথ্যে মামলায় ফাসাতে আইন আদালত |

এতসব স্বৈরাচারী কৌশল, লাঠি ঝাটা, চড় থাপ্পরে

গণতন্ত্র হয়েছে মুমুর্ষ, চলে গেছে ইনটেনসিভ কেয়ারে |

তারপরও ক্ষমতা বাঁচাতে ফেসবুক বন্ধ করা হয় যদি দরকার,

তবে ধ্বংশ হোক, নির্বংশ হোক এই স্বৈরাচারী সরকার ||

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352593
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
352596
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি:কবিতাটা পড়ার জন্য আর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ|
352618
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪২
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : Very nice
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৩
293732
কাব্যগাথা লিখেছেন : মোহাম্মদ ওমর ফারুক:কবিতাটা পড়ার আর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
354724
২০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৭
355096
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
কাব্যগাথা লিখেছেন : মোহাম্মদ ওমর ফারুক: Thanks a lot.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File