দান খয়রাতের নিয়ম আগে মুসলমানদের ভিতর ছিল । এখন সেটা চলে গেছে অমুসলিম ও ধনী ব্যক্তিদের কাছে। দুনিয়ার কয়েকজন অমুসরিমদের দানের ফিরিস্তি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৪২:৫৯ রাত
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকে থাকা তার শেয়ারের ৯৯ শতাংশ দানের ঘোষণা দিয়েছেন৷
এমন বিশাল দানের রেকর্ড এই কিন্তু প্রথম না। এর আগেও অনেক ধনাঢ্য ব্যক্তিই মানবসেবায় এ ধরনের দান করেছেন।
দান করা অর্থের অঙ্কের হিসেবে মার্ক জাকারবার্গ তাদের মধ্যে তৃতীয়স্থানে রয়েছেন।
এ তালিকার শীর্ষে রয়েছেন বিল ও মেলিন্ডা গেটস। ইতিমধ্যে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছেন এই দম্পতি৷ দাতব্য কাজের জন্য তাদের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নাম বিশ্বজোড়া৷ তারা তাদের সম্পত্তির ৯৫ শতাংশ দাতব্য কাজে ব্যয়ের পরিকল্পনা করছেন৷ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ বিলিয়ন ডলার৷
এরপর রয়েছেন ওয়ারেন বাফেট। ‘ক্রনিকল অফ ফিলানথ্রপি’ জানিয়েছে, ২০০৬ সালে বাফেট বিল ও মেলিন্ডা গেটসসহ আরও তিন ফাউন্ডেশনকে ৪৩.৬ বিলিয়ন ডলার দান করার অঙ্গীকার করেন৷ বিল গেটস ও ওয়ারেন বাফেট মিলে ‘গিভিং প্লেজ’ নামে একটি কর্মসূচি চালু করেন৷ এর আওতায় এখন পর্যন্ত ১৩৮ জন বিলিওনেয়ার তাদের সম্পত্তির বেশিরভাগ অংশ দান করার অঙ্গীকার করেছেন৷
এ তালিকার তিন নম্বরে থাকা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রথম কন্যাসন্তান ম্যাক্স-এর জন্ম হবার পর মার্ক জাকারবার্গ জানিয়েছেন যে, তিনি ফেসবুকে থাকা তার শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দিয়ে দেবেন৷ এর অর্থমূল্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন জাকারবার্গ৷
চতুর্থস্থানে রয়েছেন ল্যারি এলিসন। চিকিৎসা গবেষণা ও শিক্ষার উন্নয়নে ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এখন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছেন৷ তিনি তার সম্পত্তির কমপক্ষে ৯৫ শতাংশ দাতব্য কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন৷ ফোর্বসের হিসেবে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৫৬.২ বিলিয়ন ডলার৷ তিনি বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী ব্যক্তি৷
এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আজিম প্রেমজি। ভারতের আইটি কোম্পানি উইপ্রোর চেয়ারম্যান প্রেমজি ২০১৩ সালের এপ্রিলে জানান, তিনি তার সম্পত্তির ২৫ শতাংশের বেশি দান করেছেন৷ পরবর্তী পাচ বছরে আরও প্রায় ২৫ শতাংশ সম্পত্তি দান করার পরিকল্পনার কথাও তিনি সে সময় জানিয়েছিলেন৷ ফোর্বস-এর হিসাবে প্রেমজি বর্তমানে ১৬.৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক৷
বিষয়: বিবিধ
১৫৪৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মুসলিম দাতাগণ প্রচার করেন না- এটাই সত্য কথা!
প্রতি বছর কত পরিমান দান যে তাঁরা করেন তার হিসাব আল্লাহতায়ালা ছাড়া আর কেউ জানেন না!!
ধন্যবাদ
বিল গেটস আফ্রিকাতে ৬ বিলিয়ন ডলার দান করার কথা ঘোষনা করেছিলেন অনেক আগে। যারা আমেরিকা দেশটিকে চিনে, তারা ভালোভাবেই জানে, ওই পরিমান টাকা আমেরিকার বাইরে বের করাই যাবে না, দান তো অনেক পরে। মার্ক জুকারবার্গ তার ৯৯% শেয়ার দান করে দিলে, নিজের ঘরভাড়া আর গাড়ির তেলের খরচই দিতে পারবে না। এগুলো সবই ফাইজলামী। বড় দানের কথা বলে মিডিয়াতে আলোড়ন তোলে, এর পরে কিছু দান করে, ফটোসেশন করে। এর মধ্যেও রয়েছে তাদের ব্যাবসা।
ধন্যবাদ
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন