সালাম দেওয়ার সঠিক নিয়ম। আমরা অনেকেই সালাম কি ভাবে দেয় জানি না

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আল আমিন ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৬:৪১ সন্ধ্যা

১. কোন মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নাত|২. সালাম করার সময় অন্তরে যেন এ নিয়্যত থাকে যে, আমি যাকে সালাম করছি তার সম্পদ আমার হিফাযতে এবং আমি এসব কিছুর কোন বিষয়ে হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি।৩. দিনে যতবার সাক্ষাত হয়, এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়াতে সেখানে উপস্থিত মুসল্মান্দেরকে সালাম করা সাওয়াবের কাজ।৪. আগে সালাম করা সুন্নাত।৫. প্রথমে সালামকারী আল্লাহ তাআলার নিকটবর্তী ও প্রিয়।৬. প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত।যেমন আমাদের প্রিয় নবী (সল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) ইরশাদ করেন, সর্বপ্রথম সালামকারী অহংকারমুক্ত।৭. প্রথমে সালাম প্রদান কারীর উপর ৯০টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর ১০টি রহমত অবতীর্ণ হয়।৮. "আসসালামু আলাইকুম" বললে ১০টি নেকী অর্জন হয় সাথে "ওয়া রাহমাতুল্লাহ" বৃদ্ধি করলে ২০টি নেকী অর্জন হয় এবং "ওয়া বারাকাতুহু" বৃদ্ধি করলে ৩০টি নেকী অর্জন হয়। অনেকেই সালামের সাথে জান্নাতুল মকাম এবং দোযখ হারাম ইত্যাদি শব্দ বৃদ্ধি করে এটা ভুল পদ্ধতি বরং অনেকেই ইচ্ছাকৃতভাবে(আল্লাহ্‌র পানাহ! এটা পর্যন্ত বলে আপনার সন্তান আমার গোলাম)৯. এভাবে উত্তরে "ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুবলে ৩০টি নেকী অর্জন করতে পারবেন।১০. সালামের উত্তর সাথে সাথে এতটুকু আওয়াজে উত্তর দেওয়া ওয়াজিব যেন সালাম প্রদানকারী শুনতে পায়।১১. সালাম ও সালামের উত্তরের সঠিক উচ্চারণ মুখস্ত করে নিন।" আসসালামু আলাইকুম"এবার উত্তর পুনরাবৃত্তি করবেন"ওয়া আলাইকুমুস সালাম"।

বিষয়: বিবিধ

৩১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File