গুপ্তধন বোঝাই জাহাজের অধিকার দাবি স্পেনের
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আল আমিন ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:০০:১০ রাত
কলম্বিয়ার জলসীমায় খুঁজে পাওয়া বহুমূল্য ধনরাশি নিয়ে ডুবে যাওয়া স্প্যানিশ জাহাজের অধিকার দাবি করেছে স্পেন সরকার।
বিবিসি বলছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বহু বছর ধরে অনুসন্ধান শেষে খোঁজ পাওয়া এই স্যান হোসে গ্যালন জাহাজটি সম্পর্কে আরো তথ্য চেয়ে পাঠিয়েছেন তিনি।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে গারসিয়া মারগালো বলেন, এই জাহাজ ও তাতে পাওয়া সম্পদের বিষয়ে কলম্বিয়ার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তিতে যেতে চায় স্পেন।
পাশাপাশি তিনি এও বলেছেন, স্পেন তার স্বার্থ রক্ষায় প্রয়োজনে জাতিসংঘে যেতেও প্রস্তুত।
মারগালো আরো বলেন, “বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়ায় এই বিষয়টির সুরাহা হতে পারে।”
২০১৩ সালে কলম্বিয়া একটি আইন অনুমোদন করে, তাতে বলা হয়েছে, দেশটির জলসীমায় এ ধরনের যত জাহাজ পাওয়া যাবে তা জাতীয় সম্পদ ও ঐতিহ্য বলে গণ্য হবে।
কলম্বিয়া হিসাব করেছে দেখেছে দেশটির জলসীমায় এ ধরনের ১২শ’রও বেশি জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে।
সম্প্রতি ৩০০ বছরেরও বেশি সময় আগে সোনা, রূপা, হীরাসহ নানা বহুমূল্য ধনরাশি নিয়ে ডুবে যাওয়া স্প্যানিশ স্যান হোসে গ্যালন
জাহাজটি খুঁজে পেয়েছে কলম্বিয়া।
দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস বলেছেন, “মানব সভ্যতার ইতিহাসে এটিই সবচেয়ে মূল্যবান গুপ্তধনের সন্ধান।”
ব্রিটিশদের আক্রমণে ১৭০৮ সালের জুনে কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে ডুবে যায় জাহাজটি। এর মাত্র ৬শ’ কর্মীকে উদ্ধার করা গেলেও বাকীদের খোঁজ মেলেনি।
এ জাহাজেরই ধ্বংসাবশেষ কলম্বিয়ার কার্টাগেনা বন্দর নগরীতে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সহায়তার জন্য স্পেনের তৎকালীন রাজা পঞ্চম ফিলিপকে সাউথ আমেরিকান কলোনির বিপুল ধনরত্নবোঝাই এ জাহাজ পাঠানো হচ্ছিল।
কিন্তু কার্টাগেনার কাছে জাহাজটি ব্রিটিশদের হামলার শিকার হয়।
তারপর থেকেই স্পেন এবং কলম্বিয়া মিলে জাহাজটির খোঁজ শুরু করে। বহুমূল্য এ রত্নবোঝাই জাহাজের খোঁজ পাওয়া মানেই ধরকুবের বনে যাওয়া। ফলে রীতিমত প্রতিযোগিতা করে জাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলে। কিন্তু পানির নিচে অনেক তোলপাড় করেও এতবছর খোঁজ মেলেনি জাহাজটির।
অবশেষে ৩০০ বছরের রহস্যের অবসান ঘটিয়ে ২৭ নভেম্বরে কলম্বিয়া জাহাজটির খোঁজ পাওয়ার কথা জানায়। তবে জাহাজটি ঠিক কোন জায়গায় পাওয়া গেছে তা সুনির্দিষ্ট করে জানাননি কর্মকর্তারা।
কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, জাহাজটিতে কমপক্ষে ১০০ কোটি ডলারের সম্পদ রয়েছে। এইসব ধনসম্পত্তি রাখার জন্য কার্টাগেনায় একটি জাদুঘর করা হবে বলে জানান তিনি।
বিষয়: আন্তর্জাতিক
১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন