PeaceTv বাংলা বন্ধের দাবি কেন!!!!

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৪:০১ রাত

Peace Tv Bangla বন্ধের সাজেশান দিয়েছে এক শ্রেনীর আলেম ওলামারা।যারা মাজার পূজারি হিসেবে বেশী পরিচিত।শব-ই-বরাত এ যারা বিরানি প্লাস এক্সট্রা মানি পেয়ে অভ্যস্ত।

উনাদের অভিযোগ পিস টিভি বাংলা শব-ই-বরাতের বিরুদ্ধে বলে যা বহু বছর যাবত এদেশের মানুষ পালন করে আসছে।

তাদের এই অভিযোগ টাই তাদের গুনাহের কারন হবে।কারন হাজার বছর ধরে ধর্মের নাম দিয়ে কিছু পালন করলেই সেটা ইসলামিক হবে এইটা বলার অধিকার তাদের কে দিয়েছে?

তারা কুরআন হাদীসের কোন রেফারেন্স না দিয়েই বিভিন্ন ফতোয়া দিয়ে থাকেন।তারা আবার ফতোয়া দিতে ওস্তাদ।

কিন্তু পিস টিভি বাংলায় যারা বক্তব্য রাখেন তারা সবাই কুরআন হাদীসের রেফারেন্স ছাড়া কথা বলেন না।আর সেই জন্যেই তারা বেশী গ্রহনযোগ্যতা পাচ্ছে।

আর ধর্মব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।

২৪ঘন্টার একটা ইসলামিক চ্যানেল যেখানে কোন প্রকার বিজ্ঞাপন দেওয়া হয় না।তারা যদি দেশীয় চ্যানেলের ইসলামিক অনুষ্ঠান বন্ধ করতে বলত তাহলেও একটা গ্রহনযোগ্যতা থাকতো।কারন এসব অনুষ্ঠানের মাঝে যে বিজ্ঞাপন গুলো প্রচার হয়,তা ইসলাম মতে হারাম।সে যায় হোক সেটা নিয়েও একটা বিতর্ক হতে পারে।

অনেকেই বলেন,ইসলামিক টিভিও দেখব আবার নেক্সট চ্যানেলে নাচা গানাও দেখব।এটাতো ইসলামে নিষিদ্ধ।অবশ্যই নিষিদ্ধ।তবে ড: জাকির নায়েক স্পষ্টই বলেছেন,যদি আলাদা বর্ডব্যান্ডের মাধ্যমে পিস টিভির দেখার সুযোগ হয় তবে শুধু সেটা দেখুন।ডিশ এন্টেনার মাধ্যমে দেখবেন না।একটা ভালর জন্যে ১০০টা শয়তান ঘরে ঢুকানোর মানে হয় না।

দেশে শত শত অনৈসলামি,অশ্লীল চ্যানেল চলছে,সেগুলো বন্ধ দূরে থাক না দেখার জন্যেও তারা কোনদিন সাজেশান দেয়নি,আর এখন বলছে পিস টিভি বাংলার মতো শ্রেষ্ঠ বাংলা ইসলামিক চ্যানেল বন্ধের জন্যে।

কিন্তু পিস টিভি বাংলা বন্ধ করে দেওয়ার যুক্তি কি?

পুলিশের আইজি এসম্পর্কে একটা সুন্দর কথা বলছেন।উনি বলেছেন,যদি যৌক্তিক কারন দেখাতে পারে তাহলে বন্ধ করা হবে।

কোন যৌক্তিক কারন আছে বলে মনে করি না।আশা করি সরকারে উচ্চ শিক্ষিত বাহিনীও এরকম অযৌক্তিক দাবি মেনে নিবে না।

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353241
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
হতভাগা লিখেছেন : উনারা যে কারণই বলবে পুলিশের কাছে সেটা যৌক্তিকই হবে
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪১
293221
Bhabsi ki Hote Pare লিখেছেন : পুলিশরাও এখন পিস টিভি দেখে।সে কারনেই যৌক্তিক কারন দেখাতে বলছে।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৩
293223
হতভাগা লিখেছেন : পুলিশের কাছে প্রিয় হচ্ছে - আগে মাইর , পরে যৌক্তিক কারণ ।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০২
293230
Bhabsi ki Hote Pare লিখেছেন : বেশিরভাগ ক্ষেত্রেই এটা সত্য Winking
353245
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনাদের বিজনেস আর জমছে না তাই পিস টিভির বিরুদ্ধে লেগেছেন!
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৩
293231
Bhabsi ki Hote Pare লিখেছেন : উনাদের বিজনেস এর বিরুদ্ধে সোচ্চার হওয়া আবশ্যক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File