ইসলাম গণতন্ত্র নয় সত্য কে সমর্থন করে
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ২৯ আগস্ট, ২০১৬, ০৬:২২:৪৮ সন্ধ্যা
ইসলাম গণতন্ত্র নয় সত্য কে সমর্থন করে।
পৃথিবীর একমাত্র বিশ্বাস যোগ্য,বিজ্ঞানসম্মত,যুক্তিসম্মত,আধুনিক ধর্ম ইসলাম।খুব গর্ব হয়, আমি জন্ম থেকেই একজন মুসলিম।
গণতন্ত্র হচ্ছে বর্তমানের সর্বাধিক গ্রহণযোগ্য পন্থা।আমার মনে খুতখুত করতো এই জন্যে যে ইসলামের মতো একমাত্র বিশ্বাসযোগ্য ধর্মে গণতন্ত্র সমর্থন করে না!কেন?
উত্তরটা আমি পেয়েছি।আসলে ইসলাম গণতন্ত্র নয় সত্যকে সমর্থন করে।বলতে পারেন 'গণতন্ত্র আর সত্যকে বিপরীত শব্দ'?
না। তবে গণতন্ত্র সত্যকে অসমর্থন করতে পারে।
গণতন্ত্র এ অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।আর এখানেই ইসলামের আপত্তি।
কারন অধিকাংশ মানুষ ভুল সিদ্ধান্ত নিতেই পারেন।অধিকাংশ মানুষ মিথ্যাকে সাপোর্ট করতেই পারেন।সে সুযোগ রয়েছে।কিন্তু ইসলাম সর্বদা সঠিক এবং সত্যের পথে থাকে।সেখানে ভুল বা মিথ্যার সুযোগ নেই।
"আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে" -Al-An'aam: 116
ধরা যাক, একটি ক্লাশের ক্যাপ্টেন নির্বাচন হবে।প্রার্থী দুজন।রনি,জনি।
রনি খুব ভালভাবে শৃঙ্খলা মেনে চলে।পড়া লেখায় ভালো।স্যারদের সবার প্রিয়।আগের শ্রেণীতেও ক্যাপ্টেন ছিল।খুব স্ট্রিক্ট ছিল।ক্লাশে কেউ গল্পগুজব করলে নাম লিখে স্যারদের জানাত।ক্লাশ পরিষ্কার থেকে শুরু করে ক্লাশের সব কাজ নিয়ম মেনে সবাই মিলে করতে বাধ্যকরত।
অন্যদিকে জনি খুব দুষ্ট।প্রায়ই হোমওয়ার্ক করে আনে না।ক্লাশের প্রতি কোন মনযোগ নেই।ক্লাশে কেউ গল্পগুজব করলে সেও তাদের সাথে যোগ দিত।তাকে অনেকবার শাস্তিও দেওয়া হয়েছে।
এখন এখানে কাকে নির্বাচিত করা উচিত?
অবশ্যই রনি কে।কিন্তু যদি।গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যায় সেখানে জনিরও নির্বাচিত হওয়ার সুযোগ থাকে।যদিও সে ক্লাশ ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নয়।অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি ভুল,মিথ্যা কে জয়ী করতে পারে।আর ইসলামে।মিথ্যার কোন স্থান নেই।
একটা সময় পৃথিবীর বেশীরভাগ মানুষ বিশ্বাস করতো পৃথিবী থালার মতো।
তাই বলে কি পৃথিবী থালার মতো হয়ে গেছে?
যেটা সত্য সেটা সবসময় সত্য।যেটা মিথ্যা সেটা সব সময় মিথ্যা।বেশী মানুষ সেটাকে সাপোর্ট করলেও মিথ্যা।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গণতন্ত্র হচ্ছে টিভি কম্পিউটারের মত। যা চালাবেন তা চলবে। টিভির সাথে এর কোনো অনুষ্ঠানের তুলনা চলেনা।
আপনি ভালো অনুষ্ঠান তৈরী না করার অযোগ্যতাকে নিরীহ টিভির ওপর দোষ চাপাচ্ছেন।
গণতন্ত্র কখনোই টিভির মতো নয়।অপ্রাসঙ্গিক, ফালতু এক্সাম্পল।
আমি বললতে চেয়েছি গণতন্ত্রে অসত্য,মিথ্যা জয়ী হওয়ার সুযোগ থাকে।আর ইসলামে অসত্য, মিথ্যার স্থান নেই।
গণতন্ত্রে আজ যা সঠিক কাল তা ভুল প্রমাণিত হতে পারে।কিন্তু ইসলামীক পন্থায় যা সঠিক সব সময় সঠিক।আর ইসলামের সঠিক বিষয় গুলো কখনোই ভুল প্রমাণিত হয়নি,হবেও না।
গণতন্ত্র নিয়ে:
১. http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/64331#.V8RNElrbspE
২. http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/64399#.V8RNQFrbspE
৩. http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/64479#.V8RNXFrbspE
ভোট নিয়ে:
http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/65404#.V8RNe1rbspE
ইউরোপিয়ান ইতিহাস, গণতন্ত্র ও সামগ্রিক অবস্হা নিয়ে:
http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/64167#.V8RNuFrbspE
খিলাফাহ নিয়ে:
http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/69263#.V8ROAFrbspE
ইরাক, আস-শাম ও মিশরের যুদ্ধ-বিগ্রহ নিয়ে হাদিসের ভবিষ্যৎবাণী।
http://www.news-bd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/70686#.V8RSc1rbspE
ইসলাম দ্রোহীরা,প্রশ্নটি করে তৃপ্তির ঢেকুর তুলে।আমি তাদের জবাব দিতে চেয়েছি।
মন্তব্য করতে লগইন করুন