মেধাবী শিক্ষার্থীদের সন্মানী দিচ্ছে সরকার

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ আগস্ট, ২০১৬, ০৫:০৮:০৩ বিকাল

বিভিন্ন খাতে কর্মরত অসচ্ছল শ্রমিকদের যেসব সন্তান ২০১৫-১৬ সালে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে তাদের উচ্চশিক্ষার জন্য এককালীন ২৫ হাজার টাকা দেয়া হবে। এছাড়া যারা এরই মধ্যে সরকারী মেডিক্যাল কলেজ, কৃষি, প্রকৌশল, প্রযুক্তি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের এককালীন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হচ্ছে। অসচ্ছল শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণে বৃত্তি দিচ্ছে সরকার। এককালীন এ বৃত্তি প্রদান করা হবে। সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত এ বৃত্তির অর্থ প্রদান করা হবে। সরকার ঘোষিত এ ভাতা পেতে হলে শ্রমিকের সন্তানদের মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আগামী ৩০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যানে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

বিষয়: বিবিধ

৮৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376939
২৯ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৩৮
হতভাগা লিখেছেন : এগুলো পেতে হলে কি স্থানীয় সাংসদের কাছ থেকে আগে ক্লিয়ারেন্স পেতে হবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File