আ'লীগ নেতাদের মুখেই এখনো টিকে আছে বিএনপি'
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৫ জানুয়ারি, ২০১৬, ১১:১৫:৪৮ সকাল
খবরঃ দলীয় কার্যালয় পাহারা দিচ্ছে বিএনপি।
বিএনপিকে এই পর্যায়ে আনতে পারার পুরো ক্রেডিট শেখ হাসিনার তীক্ষ্ণ বুদ্ধির ফল বলেই ধরা হয়।
বিএনপিকে এখনো পত্রিকায় প্লেস দেয়া হয়,খালেদাজিয়ার বক্তব্য লাইভ প্রচার হয় এবং আ'লীগ এখনো তাদের বিরোধী দলের মর্যাদা দিয়ে কটাক্ষ করে,বিরোধিতা করে,এটাই বর্তমান বিএনপির পরম সৌভাগ্য।
লক্ষ্য করুন এসব না করলে বিএনপির অস্তিত্ব ও খুঁজে পাওয়া যাবে না।
বিএনপি পন্থি বুদ্ধিজীবীদের টকশো তে নিষিদ্ধ করা হয়েছে।কেউ কেউ ভয়ে দেশে আসতে পারছে না।আর টকশোতে বিএনপি নেতাদের উপস্থিতি নগন্য।কারন বেশী কথা বললেই কোনো এক মামলায় তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়।সরকারের কৌশলের কাছে তারা অসহায়।
মিছিল মিটিং এ তারা অচল।আর করলেই জেলে।বিএনপি নেতারা জেল কে অসম্ভব ভয় পায়।
পত্রিকায় তাদের সম্পর্কে রোজকার একঘেয়ে ব্রিফিং এর নিউজ প্রকাশ করতে করতে সম্পাদকেরা বোর ফিল করছে।চিপায় চাপায় ছোট্ট করে নিউজ দেওয়া হয়।
মিডিয়ায় তাদের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।
এদিকে না মানলেও আওয়ামীলীগ এখনো তাদের বিরোধীদল হিসেবে মানছে।তাদের বক্তব্যের প্রতিক্রিয়া দিচ্ছে।আক্রমণ করে কথা বলছে।আর সেটা নিয়ে নিউজ হচ্ছে বলেই মনে হচ্ছে বিএনপি নামে কোন দল এখনো বাংলাদেশে আছে।নইলে আর কোনভাবেই বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাই বলা যায়,'আ'লীগ নেতাদের মুখেই এখনো টিকে আছে বিএনপি'।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন