পৌরসভা নির্বাচনের ছড়া
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩০ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:১৩ রাত
গণতন্ত্র গণতন্ত্র বলে ডাক পারি,
গণতন্ত্র গেল কোন জম বাড়ি?
ভোটাধিকার চেয়ে চেয়ে কে কেঁদে যায়,
ভোটাধিকার বলে আছে কিছু কি হায়?
ভোট ভোট করে ঝুলায় গণতন্ত্রের মূলা,
ভোট চোর, জোচ্চর চোখে দেয় ধুলা|
ভোট হবে ,জোট হবে, হবে কত রঙ্গ,
হা টি হা টি পা পা গণতন্ত্র বারবার,
গলা টিপে, টুটি চিপে মারবেই সরকার|
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোটভুটি ছোটাছুটি ভোট কয় কারে?
ভোট ছাড়া ওরাতো নেতা হতে পারে৷
কেন এত তোড় জোড় কেন এত খরচা৷
চাইনা আর বেইমানী রাজনীতি চর্চা৷
বলেছেন ঠিক বিলকুল,
দ্বিমত নেই একচুল |
বলেছেন ঠিক বিলকুল,
দ্বিমত নেই একচুল|
"বলেছেন যথার্থই
নেই কোনো বিতর্কই"
গণতন্ত্রের আগমনী ধ্বনি বাজাক এই পৌর নির্বাচন |
রিদওয়ান কবির সবুজ :ধন্যবাদ মন্তব্যের জন্য |
মন্তব্য করতে লগইন করুন