আমি চাইনা আর
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৮ নভেম্বর, ২০১৫, ১১:৫৭:০৬ রাত
এই বঙ্গ, বন্ধু হীন গণতন্ত্রের ফাঁদে,
হাসি না কত দিন মন থেকে |
পুতুল নাচের মতই নাচি অর্থহীন,
টিউলিপ গুলোও ফোঁটে বর্ণ গন্ধহীন |
ওজন স্থর ভেদ করে যেন আল্ট্রা ভায়োলেট রে,
হানা দেয় প্রতিদিন স্বৈরাচারের দম্ভে |
জয় আনেনা বিজয়, দুঃস্বপ্ন দীর্ঘ থেকে দীর্ঘতর
এখানে ছিন্ন ভিন্ন জীবন, সব আয়োজন |
বিজয়ের স্বপনে, আহবানে তবুও পথ চলি,
এই দুঃসহ দুঃস্বপ্নের অবসানে |
এই 'হাসি না' মুক্ত দেশ চাই,
'জয়' আর আর পুতুল নাচের পুতুল ভরা
এ’দেশ আমার নয়, আমি চাইনা আর
কোনো টিউলিপ ফুটুক এই বাংলাদেশের গর্ভে,
অথবা গ্রীন হাউজ ইফেক্টের মত ক্ষতিকর কোনো
রে হানা দিক, থাকুক আমার বাংলাদেশে |
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো ভাই নাচি না
শেখ মুজিবের পরে এখন
নেত্রী আমার হাসিনা
মন্তব্য করতে লগইন করুন