কিভাবে ভুলবো তোমায়
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৯ নভেম্বর, ২০১৫, ০৪:২৮:৫০ বিকাল
কিভাবে ভুলবো তোমায়
পারভীন সুলতানা
19/11/2015
ফ্লুইড পারেনি তোমার নাম মুছতে
হৃদয় পারেনি আজো তোমাকে ভুলতে,
বলো,আমি কিভাবে ভুলবো তোমায়?
হৃদয় পিঞ্জর খুলে বলেছি কত কথা
মিথ্যা বলেনি তাই তো মনে ব্যাথা
কেন আজো বুঝতে পারনি আমায়?
মোর মাথার মুকুট সম সন্মানিত হলে
আজো হৃদয়প্রদীভ কেঁদে কেঁদে জ্বলে
কেন পদধুলায় মেশা্য়ে দিলে আমায়?
মোর দিশেহারা জীবনে ছিলে নির্দেশিকা
এ অন্ধ পথিকের ছিলে তুমি পথটিকা
কেন এমন কঠিন শাস্তি দিলে আমায়?
অথৈ সাগরে তরীতে তুলে নিলে তীরে
অভিমানে হারালে তুমি সবার ভীড়ে
দিকবেদিক খুজে আর কি পাব না তোমায়?
তুমি যতই দূরে সরে যাবে ঐ তেপান্ত
বিশাল হৃদয়কুঞ্জ বনের সেথায়ই সীমান্ত
বলো,আমি কিভাবে ভুলবো তোমায়?
বিষয়: বিবিধ
১৪৬৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবু মানুষ যায় মানুষের কাছে..!
-ধন্যবাদ...
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
দেখছো যেই সুন্দর দুনিয়া
তাহলো ব্যাথার নীল দরিয়া।।
মন্তব্য করতে লগইন করুন