মাননীয় এমপি লিটন কাব্য

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ অক্টোবর, ২০১৫, ০২:২৭:৩৭ রাত

এমপি লিটন মাত্র একটাই গুলি ছুড়েছে,

তা নাকি বেয়ারা কোন ছেলের গায়ে লেগেছে |

তাই নিয়ে সেকি হৈ চৈ, যেন হয়েছে মহাভারত অশুদ্ধ

এমপি ছাড়া আর সবাই যেন আজ হয়ে গেছে অহিংস বুদ্ধ!

বিনা প্রতিদ্বন্দিতায় এমপি, জনপ্রিয়তা কত তার,

কি লজ্জ্বা, সামান্য গুলি ছোড়াতেই তাঁর গ্রেফতার !

ভুলে গেছে সবাই বাংলার সবুজ সীমান্ত জুড়ে হায় ,

কত ফেলানি ঝুলে, নিরপরাধ মানুষের জীবন যায় |

সরকার চুপচাপ, র্যাব, পুলিশ, বিজিবি আজ গৌতম বুদ্ধ,

সামান্য গুলিতেই হৈচৈ যেন লেগেছে তৃতীয় বিশ্ব যুদ্ধ!

একটার বদলে দশটা লাশের ঘোষণা,

অথবা লগি বৈঠার তান্ডব নির্দেশনা,

দিয়ে কেউ ক্ষমতার অমৃত স্বাদ পেলে

অনুসারী তার এক গুলিতেই কেন যাবে জেলে ?

এ কেমন বিচার, প্রভু ভক্ত কোন সারমেয় হায়,

মনিবের প্রেরণা ছাড়াই নিজের লেজ নাড়ায়?

-------------

(বিঃদ্র্: ব্যথা ভরা মন হেসেছে নুতন খবরে খুশির উচ্ছাসে

মাননীয় এমপি কারাগারে আছেন মহা আরাম আয়েশে|)

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346287
১৯ অক্টোবর ২০১৫ রাত ০২:৩৭
রক্তলাল লিখেছেন : বড়ই মাধুর্য্য Happy
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
287469
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল: ধন্যবাদ|কবিতার তিক্ত ভাবটা আপনিও অনুভব করেছেন বলে|
346288
১৯ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৫
নাবিক লিখেছেন : পিলাচ
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
287471
কাব্যগাথা লিখেছেন : নাবিক:দেশটা সুশাসনের পরীক্ষায় ডাহা ফেল করেছে| আমি সেই ফেলের জিপিএ প্রকাশ করলাম কবিতায় আর আপনি আমাকে দিলেন প্লাস! এই লজ্বার প্লাস আমি কোথায় লুকাই ! অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|
346298
১৯ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৬
হতভাগা লিখেছেন : যেখানে সংরক্ষিত আসনের সাংসদের ছেলে গুলি করে মানুষ মারতে পারে , সেখানে একজন সাংসদ কাউকে গুলি করতেই পারেন ।
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
287474
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:আপনার মন্তব্যের সাথে দ্বিমত করার সুযোগ নেই কারুরই|এমন ভয়ংকর অবস্থাই তৈরী হয়েছে দেশে| মনের একরাশ যন্ত্রণা থেকে তাই লিখলাম|অনেক ধন্যবাদ নিন মম্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File