মাননীয় এমপি লিটন কাব্য
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ অক্টোবর, ২০১৫, ০২:২৭:৩৭ রাত
এমপি লিটন মাত্র একটাই গুলি ছুড়েছে,
তা নাকি বেয়ারা কোন ছেলের গায়ে লেগেছে |
তাই নিয়ে সেকি হৈ চৈ, যেন হয়েছে মহাভারত অশুদ্ধ
এমপি ছাড়া আর সবাই যেন আজ হয়ে গেছে অহিংস বুদ্ধ!
বিনা প্রতিদ্বন্দিতায় এমপি, জনপ্রিয়তা কত তার,
কি লজ্জ্বা, সামান্য গুলি ছোড়াতেই তাঁর গ্রেফতার !
ভুলে গেছে সবাই বাংলার সবুজ সীমান্ত জুড়ে হায় ,
কত ফেলানি ঝুলে, নিরপরাধ মানুষের জীবন যায় |
সরকার চুপচাপ, র্যাব, পুলিশ, বিজিবি আজ গৌতম বুদ্ধ,
সামান্য গুলিতেই হৈচৈ যেন লেগেছে তৃতীয় বিশ্ব যুদ্ধ!
একটার বদলে দশটা লাশের ঘোষণা,
অথবা লগি বৈঠার তান্ডব নির্দেশনা,
দিয়ে কেউ ক্ষমতার অমৃত স্বাদ পেলে
অনুসারী তার এক গুলিতেই কেন যাবে জেলে ?
এ কেমন বিচার, প্রভু ভক্ত কোন সারমেয় হায়,
মনিবের প্রেরণা ছাড়াই নিজের লেজ নাড়ায়?
-------------
(বিঃদ্র্: ব্যথা ভরা মন হেসেছে নুতন খবরে খুশির উচ্ছাসে
মাননীয় এমপি কারাগারে আছেন মহা আরাম আয়েশে|)
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন