চান্দের বুকে সাঈদীর মুখ : আজব না গজব!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৯ অক্টোবর, ২০১৫, ১২:২৭:১৩ রাত






https://www.youtube.com/watch?v=m5Qd2hFfwUQ

ঘটনার সময় আমি ছিলাম সিঙ্গাপুরে। ১ মার্চ, ২০১৩ সালের সন্ধ্যার পর আরও অনেক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলাম ম্যারিনার্স বে নামক সমুদ্রসৈকতের বেলাভূমিতে। সেখানকার খোলা আকাশের নিচে স্থাপিত অস্থায়ী রেস্তোরাঁগুলো সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে। চলে মধ্যরাত অবধি। আমার সঙ্গে যারা আড্ডা মারছিলেন তারা প্রায় সবাই পেশায় মাস্টার মেরিনার অথবা সোর ক্যাপ্টেন। বেশির ভাগই লেখাপড়া করা উচ্চশিক্ষিত মানুষ এবং সিঙ্গাপুরের নাগরিক। জন্মসূত্রে বাঙালি এবং অবশ্যই কট্টর আওয়ামী লীগ।

আমার বন্ধুদের মধ্যে একজনের নাম জামান। ডাকনাম কাজল। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বিয়ে করেছেন ইন্দোনেশীয় এক মহিলাকে। ভীষণ মাতৃভক্ত। কথায় কথায় মায়ের প্রসঙ্গ টেনে আনেন। আবার মাও কারণে অকারণে তার অবোধ সন্তানটিকে ফোন করে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করেন। আমাদের আড্ডার মধ্যেই বন্ধুটির মা ফোন করলেন। কথা বলতে বলতে সে কেবল বলল, তাই নাকি! আচ্ছা আমি দেখছি। বলেই সে আকাশপানে তাকাল। প্রথমে বলল- কই কিছু দেখছি না তো। পরক্ষণেই আবার বলল- হা হা দেখতে পাচ্ছি। বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর বন্ধুটি তার মাকে ইনিয়ে-বিনিয়ে সান্ত্বনা দিতে থাকলেন। বোঝা যাচ্ছিল ফোনের ওই প্রান্তে বৃদ্ধা মা কাঁদছেন। কথা শেষ হলে বন্ধুটি বেশ বিব্রত মুখে আমাদের দিকে তাকালেন।



আমরা সবাই বিশেষত আমি বেশ অবাকই হলাম হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটির কারণে। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম কী হলো? আর বলো না ভাই- গ্রাম থেকে মা টেলিফোন করে বললেন আকাশের চান্দের দিকে তাকিয়ে দেখ, সাঈদী সাহেবকে দেখা যাচ্ছে। কিন্তু আমি যখন বললাম- কই কিছু দেখছি না তো? ওমনি মা রেগে গিয়ে বললেন, নিশ্চয়ই তুমি নামাজ-কালাম পড়ছ না এবং সম্ভবত মদ-বিয়ার খাচ্ছ! তাই তোমার ইমানি চোখ নষ্ট হয়ে গেছে। বৃদ্ধা মাকে কষ্ট না দেওয়ার জন্য তাই বললাম হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছি। সাঈদীকে স্পষ্ট দেখতে পাচ্ছি। শুনেই মা কান্না শুরু করলেন! হায় আল্লাহ, এমন একজন কামেল ওলি আল্লাকে ফাঁসি দিল।

ঘটনাপরম্পরা এবং বন্ধুটির সরল কথায় আমরা খুবই মজা পেলাম। আলোচনার প্রসঙ্গ এবার কেবল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে আবর্তিত হলো। একজন সাম্প্রতিককালে ইন্টারনেটে ছড়িয়ে পড়া সাঈদীর একটি ফোনালাপের অডিও ক্লিপ আলোচনায় উঠালেন। বেশ আদি রসাত্দক রঙ্গকথা। ইন্টারনেটের সাঈদীবিরোধী ব্লগাররা বেশ দক্ষতার সঙ্গে সেই ফোনালাপটি সর্বস্তরে প্রচারের ব্যবস্থা করেছে। আমি নিজেও একাধিকবার শুনেছি। চট্টগ্রাম অঞ্চলের জনৈকা যুবতী মহিলার সঙ্গে ফোনালাপ। বেশ রগরগে এবং উত্তেজনাকর। এই অডিও ক্লিপটির ব্যাপক প্রচারণার ফলে ব্লগাররা সাঈদীকে ব্যাঙ্গ করে ডাকেন মেশিনম্যান।

সে রাতের আলোচনায় দেখলাম বন্ধুরা বেশ আগ্রহের সঙ্গে মেশিন প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলছে। সাঈদীর কথা বলতে বলতে নিজেদের মেশিনপত্র নিয়েও নানা কটাক্ষ এবং চটুল আলাপ শুরু করল। আমার ক্ষুদ্র জীবনের আরও ক্ষুদ্র অতিজ্ঞতায় তাবৎ পুরুষকেই দেখেছি এই একটি ব্যাপারে ভীষণ উৎসাহী। আলোচনা শুরু হলে আর থামতে চায় না। অন্যের ব্যাপারে কথা বলে যেমন তৃপ্তি পায়, তেমনি নিজের গোপন ব্যাপার প্রকাশ করার জন্য উদগ্রীব হয়ে পড়ে। সাঈদীকে ছেড়ে এবার যার যার বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার নিজের কিছু কথা মনে পড়ল। ভাবলাম, লোকজনের বেশির ভাগই আমাকে ভালো মানুষ হিসেবে জানে। সম্মান করে এবং সমীহ দেখায় আমার কিছু সৎ কর্মের জন্য। সেই আমিরূপী ভালো মানুষটির গোপন মনের অভিব্যক্তি, কামনা, বাসনা বা কিছু কর্ম যদি লোকজনের সামনে প্রকাশ হয়ে পড়ে তবে ছিছি রব পড়ে যাবে। কাজেই আমি প্রসঙ্গটি পাল্টাতে চাইলাম। আমার মনে হলো, নিজেদের অসংখ্য ত্রুটি-বিচ্যুতি থাকার পরও অন্যের ত্রুটি-বিচ্যুতি নিয়ে কথা বলা এক ধরনের মারাত্দক অপরাধ। স্বয়ং আল্লাহ অন্যের দোষ গোপন রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ তিনি দয়া করে আমার দোষত্রুটিগুলো গোপন রাখার ব্যবস্থা করেছেন।

যা হোক, কথা বলছিলাম সাইদীকে নিয়ে। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সাঈদীর বিচার এবং সর্বোচ্চ শাস্তির রায় নিয়ে দেশ-বিদেশে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সরকারের পক্ষে বা বিপক্ষে অসংখ্য আলোচনার মধ্যে সঙ্গত কারণেই শাহবাগের ব্লগারদের প্রসঙ্গ এসে যায়। বিরোধী লোকজন ব্লগারদের নিয়ে নানা রকম আপত্তিকর মন্তব্য করেন। অন্যদিকে সরকার ও তাদের সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষশক্তিগুলো ব্লগারদের প্রশংসায় পঞ্চমুখ। এ ব্যাপারে আমার মন্তব্য জানতে চাওয়া হয়। এ মুহূর্তে সাঈদী কিংবা ব্লগারদের সম্পর্কে খোলামেলা কিছু বলতে যাওয়া আমার জন্য খুবই বিব্রতকর। ঠিক যেন সেই লাজুক ভদ্র মহিলার মতো। ধরুন, তিনি তার পিতা, শ্বশুর অথবা ভাসুরের সঙ্গে সফরে বের হয়েছেন। পথিমধ্যে তিনি হায়েজ-নেফাস বা ঋতুচক্রের কবলে পড়লেন। বিষয়টি সফরসঙ্গীকে জানানো দরকার। কিন্তু মুরবি্বদের তিনি কীভাবে বলবেন। অথচ না বললেই নয়।

এ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সাঈদী কিংবা জামায়াতের রাজনীতি ও ব্লগারদের প্রসঙ্গ এলে সবাই যেন কীসের ভয়ে অথবা সংকোচে একদম চুপসে যান। অথচ বিষয়গুলো জাতীয় ও জনগুরুত্বপূর্ণ। এগুলোর সমাধান বা নিষ্পত্তি দরকার। অন্যথায় আমাদের জাতীয় জীবনে ভয়াবহ অমানিশার কালো ছায়া ভর করবে বিপুল ধ্বংসযজ্ঞ নিয়ে। কাজেই আমি বন্ধুদের বললাম আমার অভিব্যক্তির কথা- আমার মনে হয় সাঈদীকে নিয়ে সারা বাংলাদেশেই বিরাট একটি মিথ রয়েছে। তার পক্ষের লোকেরা যেমন তাকে দেবতুল্য মনে করেন। তেমনি বিপক্ষের লোকেরাও ঘৃণা করেন প্রবলভাবে। উভয় স্থানেই তার অবস্থান এঙ্ট্রিম পর্যায়ে। এর অবশ্য কারণও রয়েছে। গত ৪০ বছর একাদিক্রমে তিনি দেশে-বিদেশে শত শত নয়, হাজার হাজার মাহফিল করেছেন। তার সুললিত কণ্ঠ, শব্দচয়ন, বর্ণনার ধরন, বিষয়বস্তু উপস্থাপনার জন্য চমৎকার তথ্য-উপাত্ত, সুর, তাল, লয়, ছন্দ এবং প্রাসঙ্গিকতা তাকে পৃথিবীর সেরা ওয়ায়েজিনদের পর্যায়ে তুলে দিয়েছে। এর সঙ্গে তার ব্যক্তিত্ব, রাজনৈতিক প্লাটফরম, আর্থিক সুবিধা এবং মহলবিশেষের পৃষ্ঠপোষকতার কারণে তিনি নিজেকে নিয়ে গেছেন ঈর্ষণীয় সফলতার স্বর্ণশিখরে। ওই স্থানে পৌঁছানোর পর সাধারণ মানুষ কেবল তাকে শ্রদ্ধা করতেই শিখেছে এবং সেভাবেই সাঈদীও অভ্যস্ত হয়ে গিয়েছিলেন।

প্রায় ২৫-৩০ বছর ধরে ঢাকার মতিঝিল সরকারি স্কুল মাঠ, চট্টগ্রামের প্যারেড স্কয়ার ও সিলেট শহরে সাঈদী বার্ষিক মাহফিল করে আসছেন। প্রতিটি মাহফিলে লাখ লাখ লোকের সমাবেশ হতো। বিশাল সেই জনসমুদ্র বিকাল ৫টা থেকে রাত ১০টা অবধি তীর্থের কাকের মতো বসে থাকত তার ওয়াজ শোনার জন্য। বিশেষ করে চট্টগ্রামের প্যারেড ময়দানের সমাবেশের মতো এত বৃহৎ তাফসির মাহফিল কোনো দেশে কখনো হয়েছে কি না আমার জানা নেই। এসব মাহফিল ছাড়াও হাজার হাজার অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেট, ডিভিডি, সিডির মাধ্যমে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা বাংলাভাষী মুসলমান পরিবারে আদর্শিক ব্যক্তি হিসেবে সাঈদী বসবাস করছেন দীর্ঘদিন থেকে। সাম্প্রতিককালের বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে তার বিভিন্ন তাফসির মাহফিলের হাজারো ফুটেজ আপলোড করা রয়েছে। সারা বিশ্বের বাংলাভাষী ধর্মপ্রাণ ইন্টারনেট ব্যবহারকারীরা দৈনিক কয়েক লাখ বার সেসব ভিডিও দেখছেন প্রতিনিয়ত।



সাঈদী পর পর দুবার জাতীয় সংসদ সদস্য ছিলেন। তার নিজের দলেও তার পদবি ও মর্যাদা আকর্ষণীয়। কথায় বলে চেয়ার মানুষকে যোগ্য করে তোলে। তার ক্ষেত্রে বিষয়টি ষোলকলায় পূর্ণ হয়েছে। ফলে তার অন্তর্নিহিত দুর্বলতাগুলোকে চাপা রেখে তিনি সর্বস্তরের মানুষের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি করতে পেরেছিলেন। ফলে যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় বিরাট শ্রেণীর মনে ব্যাপক ঝাঁকি দিয়েছে। আপাতদৃষ্টিতে অনেকে হয়তো বাহবা দিচ্ছেন বা লাফাচ্ছেন কিন্তু অনাদিকালের ইতিহাসে রয়েছে ভিন্নমাত্রার উদাহরণ।

https://www.facebook.com/Jagho.Bangladesh.08/videos/vb.442087365855178/588814244515822/?type=2&theater

এবার আমি সাঈদীর ভুলগুলোর আলোচনায় অংশ নিলাম। আমার মতে তিনি ছিলেন অতি মাত্রায় উচ্চাকাঙ্ক্ষী। শেষের বছরগুলোতে এই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পদমর্যাদা, রাষ্ট্রক্ষমতাসহ ভোগ-বিলাসের দিকে ঝুঁকে পড়েছিলেন। তার সন্তানদের অনেক আচরণে তিনি ছিলেন বিক্ষুব্ধ। তিনি যে বিষয়ের ওপর ভিত্তি করে সফলতা লাভ করেছিলেন তা হলো কোরআন। পবিত্র এই গ্রন্থের চারটি দিক নিয়ে মুফাসসিররা সাধারণত আলোচনা করে থাকেন। আর তা হলো শরিয়ত, মারেফত, তরিকত ও হাকিকত। এ চারটি বিশ্লেষণের ওপর আবার চারটি মাজহাব রয়েছে। বাংলাদেশের প্রায় সব মানুষই হানাফি মাজহাবের অনুসারী। অন্যদিকে এই উপমহাদেশের অলি-আল্লাহরা চারটি ভিন্নধারার তরিকা অবলম্বন করতেন। এর মধ্যে হজরত বড় পীর আবদুল কাদের জিলানি (রহ.)-এর অনুসৃত কাদেরিয়া তরিকা, হজরত খাজা মইনউদ্দিন চিশতি (রহ.)-এর চিশতিয়া তরিকা এবং হজরত মুজাদ্দেদ আল ফিসানি (রহ.)-এর মুজাদ্দেদিয়া তরিকা এ দেশের মানুষ ব্যাপকভাবে অনুসরণ করে থাকে। দেশের তাবৎ সুনি্ন আলেম, পীর-মাশায়েখ এবং তাদের ভক্ত-অনুরক্তদের সবাই এসব তরিকা মতে ইবাদত-বন্দেগি করে থাকেন। বলা হয়, দেশের ৯০ শতাংশ মুসলমান তরিকাভক্ত। সাঈদী মনে-প্রাণে এসব তরিকার বিরোধী ছিলেন। ফলে তরিকাপন্থি কোটি কোটি মুসলমান অনেকটা না জেনেই সাঈদীর মাহফিলে যান এবং ক্ষেত্রবিশেষে তার ভক্ত বনে যান।




ইসলামের মূল আকিদাই হলো ইমান বা বিশ্বাস। এই বিশ্বাসের বাস্তব ভিত্তি এবং গাইডলাইন হলো আল কোরআন। বিশ্বাসীদের কাছে এর মর্যাদা পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। এর একটি অক্ষরও নিজের ইচ্ছামতো প্রচার করা যাবে না। কোরআনের প্রতিটি জের, জবর, পেশ কিংবা অক্ষরের নোকতার রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ, ভাব-গাম্ভীর্য এবং তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। এগুলো বোঝার জন্য আরবি ব্যাকরণের পাণ্ডিত্য খুবই দরকার। অন্যদিকে এর অনেক আয়াতের তাফসির করার জন্য ইলমে মারেফতের জ্ঞান খুবই দরকারি। মারেফতের জ্ঞানসম্পন্ন কোনো পীর বা আলেমের কাছে হাতে-কলমে শিক্ষা ছাড়া কেউ গত ১৪০০ বছরে এই ইলম হাসিল করতে পারেননি। সাঈদীর দুটি দুর্বলতার কারণে তার তাফসির উচ্চারণ এবং কোরআনের ব্যাখ্যা নিয়ে উচ্চমানের আলেম সমাজে ব্যাপক ক্ষোভ, সমালোচনা ও বিরূপ মনোভাব ছিল। প্রথম দুর্বলতা ছিল তার প্রাতিষ্ঠানিক শিক্ষার স্বল্পতা। তিনি মাত্র দাখিল বা এসএসসি পাস ছিলেন। অন্যদিকে দেশ-বিদেশের কোনো কামিল পীরের মুরিদও তিনি ছিলেন না। ফলে শিক্ষা ও দীক্ষাহীন একজন মেধাবী মানুষ কেবল নিজের বোধ ও বুদ্ধির বলে গত ৪০ বছর এসব তাফসির মাহফিল করে গিয়েছেন। এ ছিল লেলিহান আগুন নিয়ে খেলা করার মতো।







১৯৯৭ সালের পর থেকে তিনি যেসব বড় বড় তাফসির করেছেন তার অনেকগুলোর অডিও এবং ভিডিও আমার শোনা ও দেখার সুযোগ হয়েছে। এসব মাহফিলে তার বক্তব্য, অভিব্যক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে দাম্ভিকতা ও অহঙ্কার প্রকাশ পেত। দালিলিক প্রমাণসহ আমি সাঈদীর ভক্তদের কাছে এগুলো পেশ করতে পারব ইনশা আল্লাহ। তিনি ছিলেন প্রচণ্ড ভারতবিদ্বেষী। আওয়ামী লীগ ও দলীয় প্রধান শেখ হাসিনার সমালোচনা করতেন কোনো রকম সৌজন্য ও সম্মানবোধ ছাড়াই। কোরআনের মাহফিলে এসব প্রসঙ্গের অবতারণা করায় অনুষ্ঠানের পবিত্রতা ও গাম্ভীর্য নষ্ট হতো। আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রায়শ নিজের মনগড়া যুক্তি, বিষয় এবং চটকদার উদাহরণ ব্যবহার করতেন। ফলে আমার ভয় হয় হয়তো আল্লাহপাক স্বয়ং কোনো কারণে নারাজ হয়ে থাকতে পারেন। পৃথিবীর ইতিহাসে কোনো তাফসিরকারক মুফাসসিরিনের জীবনে সাঈদীর মতো এত বড় বিপর্যয়মূলক অসম্মান জোটেনি।

সাঈদীর মামলার রায়ের আগে সবচেয়ে উল্লেখযোগ্য উপাখ্যান হলো শাহবাগে কথিত ইন্টারনেট ব্লগারদের আন্দোলন এবং সেই আন্দোলনে ব্যাপক গণসমাবেশ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আওয়ামী লীগের এমপিদের মধ্যে সম্ভবত আমিই একমাত্র ব্যক্তি, যে কিনা শাহবাগ আন্দোলনের কিছু প্রসঙ্গ এবং কতিপয় নেতা সম্পর্কে প্রথম দিন থেকেই ভিন্নমত পোষণ করে বিভিন্ন টেলিভিশন টকশো ও সেমিনারে বক্তব্য দিয়ে আসছি। আমার সহকর্মীদের অনেক অনুরোধ সত্ত্বেও আমি সেখানে যাইনি। আজ এত দিন পর আমার আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি চক্র দেশকে আজ আস্তিক ও নাস্তিক এই দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। ক্ষমতাসীন দলকে নাস্তিকদের সমর্থনকারী হিসেবে প্রমাণ করার জন্য অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পরিণতিও ভালো হবে না।

শাহবাগ আন্দোলনের দুটি বিষয় আমাকে এখনো বিমোহিত করে। একটি হলো বিষয়বস্তু। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধের বিচার। অন্যটি হলো অহিংস পদ্ধতিতে দাবি আদায়ের সংগ্রাম। কিন্তু আমার আপত্তি ছিল শাহবাগের মতো একটি ব্যস্ত এলাকার চারটি প্রধান সড়ক আটকে অনির্ধারিত সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়া এবং এই কাজে প্রশাসনিক সহায়তা। অন্যদিকে একমাত্র ডা. ইমরান এইচ সরকার ব্যতিরেকে অন্যকোনো শীর্ষ ব্লগার নেতাদের মধ্যে নেতৃত্বের সহজাত গুণাবলী, সৌজন্য বোধ এবং আভিজাত্যপূর্ণ সুরুচির বহিঃপ্রকাশ দেখিনি। ক্ষেত্রবিশেষে তাদের বালখিল্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং গন্তব্যহীন অভিযাত্রা আমাকে আতঙ্কিত করেছে।

পত্রিকার খবর অনুযায়ী প্রায় ২৫০টির মতো সংগঠন ভিন্ন ভিন্ন আঙ্গিকে শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। পরে ব্লগাররা নিজেরাই একটি নতুন সংগঠনের মাধ্যমে আত্দপ্রকাশ করে। এতে কোনো কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদ ছিল এবং এখান থেকেই বিপত্তির শুরু। আপাতদৃষ্টিতে মনে হয়েছে আন্দোলনের নেতারা এ দেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, নিজেদের কাজ-কর্ম ও লেখাপড়ার ফাঁকে ফাঁকে তারা ইন্টানেটের বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষত ফেসবুকের মাধ্যমে মনের ভাব বাধাহীনভাবে প্রকাশ করে থাকে। এখানে কোনো শাসন নেই, নিয়ন্ত্রণ নেই, সুরুচি-কুরুচি কিংবা কমিটমেন্টের বালাই নেই। ফেসবুকের সঙ্গে যারা জড়িত তারা নিশ্চয়ই জানেন, তরুণদের এক বিরাট অংশ কি অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় ব্লগিং করে। কীভাবে তারা গালাগাল করে কিংবা কিসব আজবাজে ভিডিও ফ্লিপ আপলোডের মাধ্যমে সবাইকে বিব্রত করার প্রাণান্ত চেষ্টা করে। কাজেই এসব বাধা না-মানা এবং মনের খুশিতে চলা উদ্দাম তারুণ্য কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর না হয়ে ফেৎনা-ফ্যাসাদের শিকার হবে। চক্রান্তের মধ্যে পড়বে এবং নিজে ও পরিবারকে বিপদগ্রস্ত করে তুলবে, এই ছিল আমার ভয় ও শঙ্কা।

সিঙ্গাপুরের মেরিনার্স বের সেই রাতের আড্ডাতে আমার বক্তব্য পেশের পর সবাই যেন খুব গম্ভীর হয়ে গেল। আমার সিরিয়াস আলোচনা ও অভিব্যক্তিতে তারা সিরিয়াস হওয়ার চেষ্টা করল। এরপর আমি আবার খোশ মেজাজ আনার জন্য নিচের কাহিনীটি বলে বক্তব্য শেষ করেছিলাম। আমার নিজের মধ্যে কিছুটা বহেমিয়ান চরিত্র রয়েছে। তাই কবি হওয়ার বাসনা নিয়ে রাত-বিরাতে বেরিয়ে পড়ি অনেকটা প্রয়াত হুমায়ূন আহমেদের হিমুর মতো। হাইকোর্ট মাজার আমার খুবই প্রিয়। সেখানে ব্লগার ও জামায়াতিদের মতো আস্তিক-নাস্তিকের লড়াই হয় না। মুমিন-পাগল-ফকির বাউল এমনকি পথ-বধূরা দিনরাত পাশাপাশি থাকছে। কেউ কাউকে আক্রমণ করছে না বরং যে যার অবস্থানে থেকে দ্বন্দ্ব-ফ্যাসাদ না করেই সময় কাটাচ্ছে। মাঝে-মধ্যে সেখানে মজার মজার ঘটনা ঘটে। এমনি এক মজার ঘটনা বলে আজকের লেখার ইতি টানব।

হাইকোর্ট মাজারের সামনে নতুন ফকিরের আগমন ঘটেছে। গেরুয়া পোশাক, মাথাভর্তি চুল, বড় বড় গোঁফ এবং দাড়িতে মুখমণ্ডল একাকার। হাতে ডুগডুগি নিয়ে ফকির ঝিম মেরে বসে আছেন। ৫০-৬০ জন লোক ঝিমধরা ফকিরকে ঘিরে কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। ফকিরের অলৌকিকত্ব নিয়ে কেউ কেউ আলোচনা করছে। ২-৩টি যুবতী মেয়ে ছিল। সম্ভবত ভ্রাম্যমাণ পতিতা হবে। কুটকুট করে হাসছে এবং সহেলিদের খোঁচা দিয়ে মশকরা করছে। এরই মধ্যে একজন বলে উঠল ও মোর আল্লাহ! ব্যাডার মোচ ও দাড়িগুলো কি বড়। ব্যাডা এতবড় মোচ নিয়ে দই খায় কীভাবে? ফকির অনেকক্ষণ পর চোখ তুললেন এবং ডুগডুগিতে হাত রেখে এর তারে ডুগডুগ আওয়াজ তুললেন। লোকজনের আগ্রহ বেড়ে গেল। মনে হয় এবার বড় কিছু একটা হবে। দেখতে দেখতে সমাবেশে ১০০-১৫০ জনের মতো লোক এসে গেল। ২-৩ জন সাধারণ মুসলি্লও যাচ্ছিল পাশ দিয়ে। আমার মতো তারাও পরম উৎসাহ নিয়ে দাঁড়াল। মুখে রাজ্যের বিরক্তি কিন্তু কিছু বলছে না বরং বাঁকা মুখে গভীর আগ্রহ নিয়ে ফকিরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। ফকির এবার গান ধরল_ মদিনা যাব ক্যামনে! মদিনা যাব ক্যামনে! গান শুনছে আর মুসলি্লরা ফোড়ন কাটছে, তুই যাবি মদিনায়! শরাবী! কাবাবি! তোর এই নাপাক দেহ মদিনায় ঢুকতে পারবে না! আগে সর! তারপর আজরাইল তোরে পথ দেখাবে মদিনায় কীভাবে যাবি! মুসলি্লরা একের পর এক ফোঁড়ন কাটতে থাকল আর ফকির গাইতে থাকল। কোনো শান্তি বিনষ্ট হলো না। এভাবেই চলে আসছে আমাদের আবহমান বাংলার হাজার বছরের সংস্কৃতি।




https://www.youtube.com/watch?v=3ZaQgUE-iD8

লেখাটার উৎস :

বাংলাদেশ প্রতিদিন : উপসম্পাদকীয় , ২১ মার্চ ২০১৩

http://www.bd-pratidin.com/?view=details&archiev=yes&arch_date=21-03-2013&type=single&pub_no=1037&cat_id=2&menu_id=8&news_type_id=1&index=0

http://www.onlinebanglamedia.com/obm-blog/238-2013-03-20-21-31-10

https://www.facebook.com/permalink.php?story_fbid=446691748740042&id=389269111148973

https://www.facebook.com/Crime.World.24/posts/470544123010822:0

https://www.facebook.com/abdullahharun.jewel/posts/10203062003684996



উপসংহার :

এই লেখাটা দুর্লভ একটা লেখা যা গোলাম মাওলা রনি বাংলাদেশ প্রতিদিনে ২১ মার্চ ২০১৩ সালে লিখেন । এই লেখাটা বর্তমানে নেটে খুজে পাওয়া কষ্টকর । কারণ কি হতে পারে তা পাঠকদের উপরই ছেড়ে দিলাম ।

তবে গোলাম মাওলা রনির জামায়াত-শিবিরের প্রতি তার মমত্ববোধ কখন থেকে ও কীভাবে সৃষ্টি হয় তার কারণ উল্লেখ করবো পরবর্তী লেখাগুলোতে , ইনশাআল্লাহ । আশা করি সাথেই থাকবেন ।

প্রয়োজনে গোলাম মাওলা রনির সাথে সরাসরি সাক্ষাৎ করতে আমি নিজে মানষিকভাবে প্রস্ত্তত আছি । তবে তিনি আমাকে সময় দিবেন কি না জানি না ।

https://www.facebook.com/allbanglanewspaper/videos/vb.305757502774202/470402909691772/?type=2&theater

আরো জানার জন্য পড়ুন :

১। http://www.bdfirst.net/blog/blogdetail/detail/1864/fakhrul/69418#.ViPk3W5Pis4

সাইদীকে চাঁদে দেখা গেছে !

২।

http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/68731#.VfW4uX1PjxI

সাইদীর সাথে বাহাস ও সাইদীকে চাঁদে দেখার জন্য আমার প্রচেষ্টা

বিষয়: বিবিধ

৩৪০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346326
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৭
দ্য স্লেভ লিখেছেন : আমার জানা ব্লগারদের মধ্যে আপনি বিশেষ একজন। বিশেষ এ কারনে যে, আপনি বিশাল গবেষক। বিরাট সব গবেষনা করে যা করেন,তা হল নির্ভেজাল গীবত। শুধুমাত্র গীবত চর্চার জন্যে একজন মানুষ শত শত পৃষ্ঠা লিখতে পারে এবং ব্যপক গবেষনা করতে পারে,তা ভেবেই অবাক হই। আর আপনার গবেষনার বিষয়বস্তু মাত্র ২/৩টি....
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৪
287426
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : দয়া করে বলুন, গিবতের সংগা কি ?
আমি অনুসন্ধানী সাংবাদিকের চোখ দিয়ে সব কিছু দেখি ।
আমার কোন লেখায় অসত্য ও বানোয়াট তথ্য নেই । যদি থাকে তাহলে আমি সংশোধন করবো ।
বরং আপনি নিজে আমার সম্পর্কে মিথ্যাচার করেছেন ।
দয়া করে বলুন, আমার কোন কোন লেখায় কি কি অসত্য ও বানোয়াট তথ্য আছে ?
অন্যথায় আমি নিজে হাসরের মাঠে আপনার বিরোদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবো ।
আপনি জামায়াত-শিবির সমর্থন করেন – এটা আপনার ব্যক্তিগত ব্যাপার । তবে আমরা যারা জামায়াত-শিবির করি না,তারা কেন জামায়াত-শিবির এবং মওদুদী মতবাদ ও ওহাবী মতবাদে বিশ্বাসীদের অপকর্ম ও অশুভ তৎপড়তা মেনে নিবো ?

আমি মুলত জনগণকে সচেতন করছি ও অশুভ শক্তিগুলোর ব্যাপারে জনমত গঠণ করছি ।
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৮
287430
মুসলমান লিখেছেন : বিরাট সব গবেষনা করে যা করেন,তা হল নির্ভেজাল গীবত। শুধুমাত্র গীবত চর্চার জন্যে একজন মানুষ শত শত পৃষ্ঠা লিখতে পারে এবং ব্যপক গবেষনা করতে পারে,তা ভেবেই অবাক হই। আর আপনার গবেষনার বিষয়বস্তু মাত্র ২/৩টি। দুই/তিনটি না একটি সেটা দুইটি সেটা হলো জামাত বিদ্বেষ আর ইসলাম বিদ্বেষ। কিছু মূর্খ মুসলিমদের হয়তো পথভ্রষ্ট করার চেষ্টা করতে পারেন। কিন্তু আল্লাহ যাকে হেদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না।
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
287459
নজরুল ইসলাম টিপু লিখেছেন : একটি মাত্র সংজ্ঞায় তা ব্যখা করা যায়:
যেমন একজন মানুষের একটি মুদ্রাদোষ আছে কিংবা একটা ঘটনা ঘটেছিল।
- সেটা তাকে আন্তরিকতার সাথে না বলে অজ্ঞাতে অন্যদের সাথে বলাবলি করলে তা গীবত।
- ঘটনাটি তার সামনে তাচ্ছিল্য সহকার রং লাগিয়ে বলা হলে, সেটা হল অপমান।
- ঘটনাটিকে নিয়ে ঠাট্টা-মস্করা করার নাম হল হেয় প্রতিপন্ন করা।
- ঘটনা ঘটেছিল সেখানে তার কোন ভূমিকা ছিলনা কিংবা হাত ছিলনা কিংবা ঘটেই নাই, সেটার নাম অপবাদ। আশা করি সবার সুবিধা হবে
১৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৮
287523
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : নজরুল ইসলাম টিপু :আপনি লিখেছেন : “একটি মাত্র সংজ্ঞায় তা ব্যখা করা যায়:
যেমন একজন মানুষের একটি মুদ্রাদোষ আছে কিংবা একটা ঘটনা ঘটেছিল।
- সেটা তাকে আন্তরিকতার সাথে না বলে অজ্ঞাতে অন্যদের সাথে বলাবলি করলে তা গীবত।
- ঘটনাটি তার সামনে তাচ্ছিল্য সহকার রং লাগিয়ে বলা হলে, সেটা হল অপমান।
- ঘটনাটিকে নিয়ে ঠাট্টা-মস্করা করার নাম হল হেয় প্রতিপন্ন করা।
- ঘটনা ঘটেছিল সেখানে তার কোন ভূমিকা ছিলনা কিংবা হাত ছিলনা কিংবা ঘটেই নাই, সেটার নাম অপবাদ। আশা করি সবার সুবিধা হবে ।

বাস্তবে আমি জামায়াত কেন কোন ব্যক্তি সম্পর্কে তার উল্লেখিত পদ্ধতিতে কোন কাজ করি না । বরং জামায়াতের লোকরা ফেসবুক ও ব্লগে আমাকে নিয়ে আজে বাজে কথাই না, তারা আমাকে হত্যা করার জন্য বিশেষ কমিটিও গঠণ করেছে বলে জানতে পেরেছি । জামায়াত-শিবিরের লোকরা তাদের প্রতিপক্ষের লোককে ঠান্ডা মাথায় খুন করে – এই ব্যাপারটা সাধারণ লোকরা খুব কম জানে । ইদানিং পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর অনুসন্ধানী সাংবাদিকদের কর্ম তৎপড়তার কারণে জামায়াত-শিবিরের অনেক অপকর্ম বের হয়ে আসছে ।
ব্লগার নজরুল ইসলাম https://www.facebook.com/md.nazrulislam.5661 আমাকে নিয়ে একটা স্যাটাস দিয়েছেন ২০১৩ সালে (এথেকে বোঝা যায়, তিনি আমার লেখার সাথে অনেক আগের সাথে পরিচিত ও তিনি আমাকে প্রতিপক্ষ জ্ঞানে খাটো করে দেখেন ।) ।

সেই স্যাটাসে তিনি বলেছেন : " মোঃ ফকরুল ইসলাম ব্লগার ও ফেইসবুক একটিভিষ্ট । সম্প্রতি আমার পোষ্টে ওনার উপস্তিতি কমেন্টগুলো ,এতটাই ইসলামের বিরোদ্ধে বিষাদাগারে ভরা যা সালমান রুশদীকেও হার মানায়।
আল্লাহ অশেষ রহমতে আমার এই চোট্ট জিবনে ,আমি অনেক বিখ্যাত এবং অনেক কুখ্যাত লেখকের লিখা পড়েছি । সব্যসাচীর মুখোশ পরিহিত রাষ্ট্রে কিংবা আমাদের সমাজে সবএ ছডিয়ে থাকা ,কিছু মানব নামের নষ্টকীঠের তালিকা যারা নামে মাএ মুসলমান ,এদের কাজ হচ্ছে ইসলামের বিরোদ্ধে বিষাদাগারে লিপ্ত থাকা ,একটু নিচে চোখ রাখুন আমি তালিকাটা দিচ্ছি ।
১।আহমদ শরীফ
২।তসলিমা নাসরীন
৩।হুমায়ুন আজাদ
৪।আরজ আলী মাতুব্বর
৫।মুনতাসির মামুন
৬।শাহরীয়ায় কবির
৭।নাসির উদ্দীন ইউচুফ বাচ্ছু
৮।ডঃজাফর ইকবাল
৯।ইমদাদুল হক মিলন
১০।জয় মামুন
১১।মোজাম্মেল বাবু
১২।রুবাইয়াত
১৩।(এবং প্রথম আলো,আমাদের সময়,সমকাল,যুগান্তর,জনকন্ঠ,কালের কন্ঠ,মানবকন্ঠ,ডেইলি ষ্টার এই প্রত্রিকাগুলোর সম্পাদক)
এবং
১৪।মোঃ ফকরুল ইসলাম ব্লগার ও ফেইসবুক একটিভিষ্ট
সম্প্রতি আমার পোষ্টে ওনার উপস্তিতি কমেন্টগুলো ,এতটাই ইসলামের বিরোদ্ধে বিষাদাগারে ভরা যা সালমান রুশদীকেও হার মানায়। হায়রে এই যদি হয় মুসলমানের নীতি কথা ,তাহলে ইহুদি লাগবে না ইসলাম ধংশ করতে ! আসলে আমার মনে হয় ইসলামের দুশমন ও বির্তকিতদের মাঝে নিজেকে প্রতিষ্টিত করার লক্ষেই তিনি কমেন্টগুলো করে থাকেন ! বিশেষ কিছু আর লিখলাম না অপ্রয়োজন বলে যদি প্রয়োজন হয় তবে লিখতে বাধ্য হব ।"
তার উত্তরে আমি বলেছি : ................. এরকম কয়েকটা মন্তব্যের স্ক্রীন শট দিন ।
আমাকে সালমান রুশদীর সাথে তুলনা করায় আমি আল্লাহর দরবারে নালিশ করছি : আল্লাহ তায়ালা স্বয়ং নিজেও এত বড় অপবাদ সহ্য করবে না ।

আমি যদি সালমান রুশদীর মতো কেহ হই, তাহলে এর জন্য দায়ি ইসলামী ছাত্র শিবির । কারণ আমি ১৯৯৩ সালের ২১ শে মে শিবিরের কর্মী হই । ১৯৯৫ সালের সেপ্টেম্বরে আমি সাথী হই । তারপর শিবিরের সদস্য হওয়ার জন্য পড়াশোনা করি । শিবিরের মুখপাত্র ছাত্র সংবাদের ক্যারিয়ার গাইড লাইন এবং কিশোর কণ্ঠে অনেক লেখা লিখি । মূলত এই দুই পত্রিকার মাধ্যমে আমার লেখার হাতে খড়ি । তারপর আমি দৈনিক ইনকিলাবে লেখালেখি শুরু করি । ২০০৪ সালের দিকে আমি স্বেচ্ছায় জামায়াত-শিবিরের সাথে সম্পর্ক ছিন্ন করি । কেন জামায়াত-শিবিরের সাথে সম্পর্ক ছিন্ন করি, সে প্রসঙ্গই ঘুরে ফিরে বিভিন্ন স্যাটাস, মন্তব্য এবং বিভিন্ন নিবন্ধ - প্রবন্ধের মাধ্যমে তুলে ধরি ।
আল্লাহ রাব্বুল আলামীনকে সাক্ষ্য রেখেই বলছি আর ফেসবুকের সব লোকদের উপস্হিতিতে বলছি : যত দিন জামায়াত - শিবির মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে তাদের উন্নায়ন-অগ্রগতি-প্রগতি-শান্তি-সাম্য-সৌহার্দবিরোধী আদর্শ প্রচার করবে, তত দিন আমার তাদের মিথ্যাচার ও প্রতারণার বিরোদ্ধে জিহাদ চলবে । আমার এজিহাদকে যদি জামায়াত-শিবিরের ভাই-বোনরা নাস্তিক সালমান রুশদীর সাথে তুলনা করে থাকেন, তাহলে আমার কিছুই বলার নেই ।
তবে আমি জামায়াত-শিবিরের ভাই-বোনদের বিনীতভাবে বলছি : দয়া করে কুরআনের সুরা ফুরকানের শেষের আয়াতগুলো পড়ুন আর সেগুলোকে হৃদয়ে বদ্ধমূল করুন । হাসরের মাঠে মিথ্যাচার ও প্রতারণার জন্য আল্লাহর দরবারের কঠিন জবাবদিহির সম্মুখীন হবেন ।
আপনাদের উচিত : ব্লগার নজরুল ইসলাম- এর এসব অপবাদমূলক কথার প্রতিবাদ করা । অন্যথায় তারা যাকে তাকে নাস্তিক আর সালমান রুশদী বানানোর মেশিনে পরিনত হবে ।














সূচনা :
জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম বিরোধী দল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠণ । এই দল সংসদ নির্বাচন করে সর্বোচ্চ ১২ % এবং সর্বনিম্ন ৪.৫% ভোট লাভ করে । সুতরাং বোঝা যাচ্ছে এই দলের বিপুল পরিমান সমর্থক আছে ।
যেসব কারণে এই দল বাংলাদেশে বিতর্কিত :
অনেকগুলো কারণে এই দল বাংলাদেশে বিতর্কিত । সেগুলো হলো :
১. আমি বলতে বাধ্য হচ্ছি :ইমাম ইবনে তাইমিয়ার পর মওদুদী ( হাটহাজারীর তেতুল হুজুরের কওমী মাদ্রাসার ছাত্রদের মতে শব্দটা বৌ দুধী । আমার সাথে এক বাহাসে তারা মওদুদীকে বৌ দুধী বলে আক্ষায়িত করেন । বাহাসে আমি হেরে যাই । বাহাস শেষে তারা আমাকে মিস্টার মওদুদীর নতুন ইসলাম বইটা কিনতে বাধ্য করে । সময়টা ছিল ১৯৯৮ সাল । বর্তমানে খুব সম্ভবত এই কওমী মাদ্রাসার ছাত্রদের মওদুদী সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে । ) দ্বিতীয় চিন্তাবিদ যিনি ইসলামের রাজনৈতিক চিন্তাধারা-কে প্রভাবিত করেছেন ।
এই কথার সাথে আমি মোটেও একমত নই । উপরন্তু ইমাম ইবনে তাইমিয়ার অনেক দৃষ্টিভঙ্গি বিতর্কিত । তাছাড়া তার অনেক দৃষ্টিভঙ্গি সৌদি আরবের নজদ প্রদেশের লোক মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাবের সাথে অবিকল মিল । তিনি মূলত ইসলামের নামে সন্ত্রাসবাদ সৃষ্টির প্রধান কারিগর । তার প্রচলিত মতবাদের নাম হলো ওহাবী মতবাদ বা সালাফী মতবাদ বা আহলে হাসিদ মতবাদ ।
২. এই শতাব্দীতে তার সাহিত্য ও দৃষ্টিভঙ্গি মো্টেও প্রাসঙ্গিক নয় । এই সময় প্রাসঙ্গিক তুরস্কের মরহুম নাজিমুদ্দিন আরবাকান ও বসনিয়ার মরহুম প্রেসিডেন্ট আলীয়া ইজেতবেগোভিচ ।
তিনি জন্মেছিলেন ব্রিটিশ উপনিবেশিক যুগে । তখনকার সমস্যা আর বর্তমান যুগের সমস্যা ভিন্ন ।
আল্লামা ইকবালের দৃষ্টিভঙ্গিও আর প্রাসঙ্গিক নয় - খোদ পাকিস্তানেই গুরুত্ব দিয়ে ইকবাল চর্চা হয় না । যখন পাকিস্তানের ঐক্যের প্রশ্ন আসে তখন ইকবালকে সামনে নিয়ে আসা হয় । কিন্তু বাস্তবতা হলো ইকবালের স্বপ্নে দেখা পাকিস্তানে কাশ্মির আর আফগানিস্তান নেই আর তার স্বপ্নের পাকিস্তানে বাংলাদেশের স্হানও ছিল না । (Pakistan শব্দটর উৎপত্তি হলো : P তে পাঞ্জাব, A তে আফগানিস্তান, I তে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, K তে কাশ্মীর, S তে সিন্ধু, বেলুচিস্তানের stan শব্দটা নিয়ে Pakistan শব্দটর উৎপত্তি । )
৩.মওদুদী ভারতীয় উপমহাদেশের চরম বিতর্কিত ব্যক্তি । তার দৃষ্টিভঙ্গির অধিকাংশই মুসলিমদের স্বার্থবিরোধী ছিল । ধর্মীয় অনেক বিষয়ের সাথে তার ভিন্ন মতের জন্য অসংখ্য ইসলামী বিশেষজ্ঞ তাকে পথভ্রষ্ট বলে আক্ষ্যায়িত করেছেন ।
৪.মওদুদীর চিন্তা-চেতানা জগৎ পুরোটাই সামন্তবাদী ও অগণতান্ত্রিক ধ্যান-ধারণা নির্ভর । তার মতে সংসদ নির্বাচন কুকুরের দৌড় । থিউডেমোক্রেসি হলো তার কথিত ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য । মওদুদী কথিত ইসলামী রাষ্ট্রে নারী সমাজ আর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক । তার এসব ধ্যান-ধারণার ব্যাপারে তিনি তার ইসলামী শাসনতন্ত্র প্রনণয় এবং ইসলামের রাজনৈতিক মতবাদ (বাংলা অনুবাদ হতে অনেক আপত্তিকর অংশ বাদ দেওয়া হয়েছ । ) বইসহ বিভিন্ন বইয়ে আলোচনা করেছেন ।ইসলামী শাসনতন্ত্র প্রনয়ণ বইটাতে এত বিত র্কিত কথা লেখা আছে যে তা সংশোধনের অযোগ্য । এজন্য এই বই জামায়াত-শিবিরের সাংগঠনিক সিলেবাসে ছিল না ( ২০০৪ সালের কথা । কারণ তখন আমি এই সংগঠণের সাথে যুক্ত ছিলাম । )।
জামায়াতের নেতৃবৃন্দের ব্যাপারে জামায়াতের সমর্থকদের কাছে আমি কিছু প্রশ্ন করতে বাধ্য হচ্ছি :
১.কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপির সাথে জামায়াত-শিবিরের এসব নেতা একাত্ম হচ্ছেন । আসলে তারা কি করতে চান ?
তারা যদি সত্যিকার ইসলাম কায়েম করতে চান, তাহলে তাদের কাছে কতটুকু ইসলাম আছে ?
এমন তো নয় যে বিএনপি ও আওয়ামী লীগের লোকদের তারা ইসলামী লোক বানাচ্ছেন ।
২. ইসলাম এবং বাংলাদেশ কি এক বিষয় ?
এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করছি, পাকিস্তান আর ইসলাম কি সমার্থক ?
যখন পাকিস্তান নামক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, তখন ভারতবর্ষই নয়, বরং সারা বিশ্বে ইসলাম ছিল বা মুসলিম ছিল । তাহলে কেন পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলো জামায়াতে ইসলামীর এসব নেতারা ?
আর তাদের এই ভুমিকার জন্য কেন তরুণ বা যুবকরা কষ্ট ভোগ করবে ?
৩. আপনারা কি সারা বিশ্বের কোথাও দেখাতে পারবেন কোন ইসলামী সংগঠণ জনগণের আশা আকাঙ্খার বিরোদ্ধে অবস্হান নিয়েছে বা নিয়েছিলো ?
ইন্দোনেশিয়া হতে ইসলামপন্হী ফ্রি আচেহ মুভমেন্ট আচেহ প্রদেশকে স্বাধীন করতে চায় । ইসলাম কায়েম করার জন্য কি বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করা প্রয়োজন ছিল ?
আর পাকিস্তানী শাসকরা কি ভাল শাসক ছিল ?
আমাদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তো এখনও খারাপ । আগেও তো ছিলই ।
বাংলাদেশের স্বাধীনতার সময় নির্যাতিত জনগণের বিপক্ষে কাজ করার জন্য এসব গণবিরোধী ও জনবিচ্ছিন্ন নেতাদের চিরতরে ব্যান হওয়া উচিত ছিল, বিচার তো অবশ্যই !
আমি জনবিরোধী ও জনবিচ্ছিন্ন এজন্য বলছি, ১৯৭০ সালের নির্বাচনে গোলাম আযম আওয়ামী লীগের অক্ষ্যাত পার্থীর বিরোদ্ধে বিপুল ভোটে হেরে গিয়েছিলেন । আওয়ামী লীগের পার্থী জহিরুদ্দীন পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ২০৪ ভোট । অপর দিকে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম পেয়েছিলেন মাত্র ৩৫ হাজার ৫২৭ ভোট ।
বলুন, এসব নেতা কি জনবিচ্ছিন্ন নয় ? তারা কেন আপনাদের উপর ছড়ি ঘুরাবে ।
তারা কেন আপনাদের নেতৃত্ব দিবেন ?
তাদের কি সেই নৈতিক অধিকার আছে ?
৪. রাজনীতি করার এদের কোন অধিকার থাকাই উচিত নয় বলে আমি মনে করি। আপনি কি এমন কোন নজির দেখাতে পারবেন, বিশ্বের কোথাও এধরনের পরাজিত ও জনবিরোধী নেতারা রাজনীতি করেন ?
কতটুকু লজ্জাহীন হলে এরা রাজনীতি করেন কি করে বা আপনাদের মাথার উপর ছড়ি ঘুরায় !
৫. এদের জন্য রাজনীতি করতে যেয়ে অনেক সম্ভাবনাময় তরুণ বেঘোরে প্রাণা হারিয়েছে বা হারাচ্ছেন । বলা হচ্ছে তারা শহীদ হচ্ছে । এদের পরিবার গুলো তো নি:স্হ হয়ে গেলো ।
এদের জন্য এসব নেতা কি করেছেন ? এদের যখন শহীদ হচ্ছে বলা হচ্ছে , তাহলে তারা কেন শহীদ হলেন না । তারা কেন ১৯৭১ সলারের পরে দেশে থাকলেন না ?
বাংলাদেশের জনগণের কাছে তাদের ভাত কাপড়ের সমস্যাটাই প্রধান সমস্যা । বাংলাদেশের কোন ইসলামী সংগঠণ দেশের লোকদের ভাত কাপড়ের সমস্যা নিয়ে ভাবেনি । তারা নারী অধিকার, পরিবেশ দুষণ, দেশের তেল-গ্যাস আমেরিকার হাতে তুলে দেওয়া এবং শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে বিন্দুমাত্র ভাবে না।
আমি ইউসুফ আল কারজাভীর বেশ কিছু বই পড়েছি । শেষ বইটার নাম মনে নাই । । নামটা জানার পর বইটা খুজে বের করে আমি সেই বইয়ের উদৃতি ব্যবহার করে প্রমাণ করে দিতে পারবো বাংলাদেশের সব ইসলামী সংগঠণ ভুয়া ইসলামী সংগঠণ । এসব সংগঠণের নেতারা ধর্মের নাম ব্যবহার করে আখের গোছায় আর সাধারণ লোকদের থেকে ছলে বলে কৌশলে ইসলামের নাম করে টাকা হাতিয়ে নেয় ।
আর এরা স্বার্থপর ও নিজের স্বার্থের জন্য যা কিছু তাই করে । যেমন : মুফতি আমিনী । তার কারণে ইসলামী ঐক্যজোট ১৭ টুকারো হয়েছে । খেলাফত ছাত্র মজলিস ৬ টুকরা হয়েছে ।
এধরনের লোক দুনিয়াদার । যেমন : ১-১১ এর পর মাওলানা মতিউর রহমান নিজামী এন বি আর -এ তার মাসিক আয় দেখিয়েছেন মাত্র ১৫০০ টাকা । এই কথা কোন পাগলেও বিশ্বাস করবে না । অথচ তার ছেলেমেয়েগুলো বিদেশে পড়াশোনা করে । এক ছেলে তো লন্ডনে বার এট ল করছিলো । বার এট ল করতে ৪৮ লাখ টাকা লাগে । এই টাকার উৎস কি ? অধিকাংশ জামায়াতের শীর্ষ নেতার ছেলে মেয়েরা অনৈসলামীক জীবন যাপন করে ।

আমি বিভ্রান্ত জামায়াত-শিবিরদের বলছি :
ইসলামের মূলনীতিগুলো আগে বুঝুন । তাহলে বুঝতে পারবেন মওদুদী-র লেখা আল জিহাদ ফিল ইসলাম, ইসলামের শক্তির উৎস, ইসলামের রাজনৈতিক মতবাদ ও ইসলামী বিপ্লবের পথ বইগুলো পাশাপাশি রেখে পড়লে বোঝতে পারবেন এই বইগুলো পরস্পর ভীষণ পরস্পর বিরোধী ।
যেমন এসব বইয়ে বলা হয়েছে :
১. ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন নেই । ইসলাম শক্তির উৎস বইটা ।
২. ইসলামের ইসলাম প্রচার ও প্রসারই নয় শক্তিমত্তা প্রদর্শনের জন্যই সশস্ত্র জিহাদ করতে হবে । আল জিহাদ ফিল ইসলাম ।
৩. ইসলামের রাজনৈতিক মতবাদ বইয়ে বলা আছে সংসদ নির্বাচন করা যাবে না । আর ইসলামী রাষ্ট্রে বিরোধী দল থাকবে না ।
৪. ইসলামী বিপ্লবের পথ বইয়ে বলা আছে অস্ত্র দিয়ে জিহাদ করাই মুসলিমদের একমাত্র উপায় ও পদ্ধতি । এই বইয়ে তাগুত শব্দটাকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্হা তাগুতি সমাজ ব্যবস্হা ।

দেখুন, ভাই । বিভ্রান্তি আপনারা যত দিন লালন করবেন তত দিন আমি পোস্ট দিতে থাকবে । আর আপনারাও আমার কথাগুলো গিবত বলে মনে করতে থাকবেন । কারণ সত্য কথা তিতাই লাগে । মিঠা লাগে না ।



নজরুল ইসলাম টিপু লিখেছেন : একটি মাত্র সংজ্ঞায় তা ব্যখা করা যায়:
যেমন একজন মানুষের একটি মুদ্রাদোষ আছে কিংবা একটা ঘটনা ঘটেছিল।
- সেটা তাকে আন্তরিকতার সাথে না বলে অজ্ঞাতে অন্যদের সাথে বলাবলি করলে তা গীবত।
- ঘটনাটি তার সামনে তাচ্ছিল্য সহকার রং লাগিয়ে বলা হলে, সেটা হল অপমান।
- ঘটনাটিকে নিয়ে ঠাট্টা-মস্করা করার নাম হল হেয় প্রতিপন্ন করা।
- ঘটনা ঘটেছিল সেখানে তার কোন ভূমিকা ছিলনা কিংবা হাত ছিলনা কিংবা ঘটেই নাই, সেটার নাম অপবাদ। আশা করি সবার সুবিধা হবে
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৩
287578
দ্য স্লেভ লিখেছেন : যেসব আলেমগন মানুষের কাে সম্মানিত আপনি বিভিন্ন কৌশলে তাদের চরিত্র হনন করেন,তা আপনার লেখায় স্পষ্ট হয়। ফলে আমি অনুমানের ভিত্তিতে কিছু বলিনি। আর হিজাবের বিরুদ্ধেও লিখেন। আপনি যেভাবে সমালোচনা করেন সেটা উক্ত আলেমগন পছন্দ করবেন না,আর এটাই গীবত। আমি সাঈদীকে নিয়ে আপনার আপলোডেড একটি ব্যাঙ্গাত্মক ভিডিও দেখেছি। যদি তিনি দোষীও হন,তবুও আপনি যে ধারায় সমালোচনা করেছেন সেটা গীবত। আপনার লেখা পড়লে স্পষ্ট বিদ্বেষ বোঝা যায়। আপনাকে সংশোধন করা আমার কাজ না। আপনি আপনার বিবেচনা অনুযায়ী কাজ করবেন। আর আপনি আমার বিরুদ্ধে বলেছেন আমি জামাত শিবির সমর্থন করি। এটাও আপনার অনুমান। আবার বলেছেন --তবে আমরা যারা জামায়াত-শিবির করি না,তারা কেন জামায়াত-শিবির এবং মওদুদী মতবাদ ও ওহাবী মতবাদে বিশ্বাসীদের অপকর্ম ও অশুভ তৎপড়তা মেনে নিবো ?

এখানে ওহাবী,মওদূদীবাদ এসব বলাটাও শোভনীয় নয়। কারন এটা গালী অর্থেই কিছু মানুষ ব্যবহার করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File