দ্বৈত সংলাপ-১

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৮:১৭ রাত

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

-কাঙ্খিতা: কথা বলছ না যে ?

-স্বপ্নিল: ভাবছি কি বলব |

-কাঙ্খিতা: বল যে কোনো প্রিয় উদ্ধৃতি?

-স্বপ্নিল: যে কোনো অভিশাপ

-কাঙ্খিতা: সে কি ? কেন ?

-স্বপ্নিল: ভাদ্রের দুপুরে ভেসেছে শহর বন্যা ধারায়,

স্বস্থি, সুখ সব আজ আঙ্গিনা ছেড়ে পালায়|

অভিশাপ সেই অযোগ্য প্রশাসন, সেই সরকার

কুশাসনে বাংলাদেশের সবুজ শ্যামল করেছে ছারখার |

-কাঙ্খিতা: ওকে | এবার বল তবে প্রিয় কোনো ব্যক্তিত্ব ?

-স্বপ্নিল: নেই, কখনো সখনো যদিওবা কেউ মন কেড়েছে ,

তোষামদির ঝর্ণাধারায় গড়িয়ে অতল খাদে পরেছে |

মুগ্ধ আমি প্রথম যেদিন 'যখন বায়োবট' পরেছি,

মনের ভিতর লেখকের কি যে দেবতা মূর্তি গড়েছি !

'নেকাব্বর আলীর মহাপ্রয়ান',

মনের গহীনে কবিকে করেছিল কত যে মহান!

আনিসুল হক, টিভি নাটকের ছিলেন সৃষ্টি ,

আপাদমস্তক সজ্জন কেড়ে নিত সহজেই দৃষ্টি |

বড় ব্যবসায়ী, সরকারী খেদমদগার আজ হয়েছেন,

বিনা ভোটের নির্বাচনে মেয়র পদ পেয়েছেন |

শুকনো পাতার মত প্রিয় নামগুলো একে একে গেছে ঝরে,

মনের কোনে যত্নে রাখা আসন থেকে গারো অন্ধকারে|

-কাঙ্খিতা: খুব মন খারাপ মনে হচ্ছে আজ?

-স্বপ্নিল: নক্ষত্রের জন্ম হয়না আর বাংলাদেশে,

উল্কা পতন অবিরত এই করুন আকাশে |

এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি,

হয়েছে আজ বিসর্জনের লীলাভূমি |

মন ভার হয়ে আছে হারাবার ব্যাথাতে|

যা চেয়েছি খুঁজে পাবো তা বল কোথাতে?

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File