এক রাজা ও প্রজা
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫২:১৬ সকাল
এক রাজা ছিলেন, ওনার প্রজারা ঠিক আম বাংলাদেশের মত নিদ্রাগ্রস্ত ৷
অনেকেই চেষ্টা করলেন প্রজাদের জাগিয়ে তুলতে•••••
রাজা কিছু ভুল করলে তার প্রতিবাদ করতে•••√•
কিন্তু প্রজাদের মধ্যে কোনোরকম পরিবর্তন লক্ষ করা গেল না ৷
রাজার ও ব্যাপারটা কেমন যেন লাগল•••√•
রাজা সব রকম তেলের দাম বারিয়ে দিলেন•••••√
প্রজা চুপ ৷
রাজা "অদ্ভুত" অদ্ভুত" কর বা ট্যাক্স লাগানো শুরু করলেন•••••
প্রজা চুপ ৷
এক মাত্র যেই ডিপসিটের ওপর(রেকারিং ডিপসিট) কোনো ট্যাক্স লাগত না, তার ওপর ও ট্যাক্স বসালেন••••
প্রজা চুপ ৷
একদিন রাজার মাথায় একটা বুদ্ধি আসলো, উনি দেশের সব থেকে ব্যাস্ত রাস্তাটিকে খুঁড়ে বেশ কিছু জায়গাতে ব্রিজ বানিয়ে, সেই ব্রিজ দিয়ে যাতায়তকারীদের থেকে ট্যাক্স নেওয়া শুরু করলেন••••••
তবুও প্রজা একদম চুপ ৷
কেও এটাও জিজ্ঞেস করলো না যে, ভাই এখানেতো ব্রীজের কোনো দরকার ছিল না, তবুও আমাদের ট্যাক্সের টাকা দিয়ে শুধু শুধু কেন•••••
এবার রাজা ওনার সেনাকে ওই ব্রীজগুলোতে দাড়করিয়ে দিলেন৷
ওই ব্রীজ দিয়ে যে যাবে, তার মাথায় চারটে করে জুতোর বারি মারার আদেশ দিলেন এবং একটি করে অভিযোগ বাক্স ও ওখানে রাখিয়ে দেওয়া হোলো ৷
তবুও প্রজা চুপ , কেও কোনো রকম বিরোধ করল না ৷
রাজা রোজ অভিযোগ বাক্সগুলো খোলাতেন আর কোনো অভিযোগ না পেয়ে, আবার মনের দুক্ষে কমকরে একটি অভিযোগের অপেক্ষা করতে লাগলেন ৷
কিছুদিন পর উনি অভিযোগ বাক্সে একটি চিঠি পেলেন, উনি মনে মনে খুব খুশি হয়ে ভাবলেন যাক কমকরে একজন তো জেগেছে ৷
পুরো মন্ত্রীসভা কে ডেকে চিঠিটা খোলা হলো•••••
চিঠিতে লেখা ছিল•••••
"মহারাজ,জুতোমারার লোকের সংক্ষা বাড়িয়ে দিন দয়া করে, আমাদের বাড়ী ফিরতে দেরি হয়ে যায়"
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন