প্রফেসর জাফর ইকবালের জন্য কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৯:৩৫ রাত
(অনলাইন নিউজ পোর্টালে বৃষ্টি ভেজা শোকস্থব্ধ আপনার নির্বাক মুখ দেখে...)
না হয় খেলেনই ছাত্রের খানিকটা ঘাড়ে ধাক্কা,
তাতেই কি ধুলায় লুটাবে ইজ্জত আপনার কখনো?
দামী টাইলসে বা শক্ত পাথরে আছে তা বাধানো,
চাইলে এ'ইজ্জত থাকবে আজীবন পাক্কা !
অবনত চোখ, শোকস্থব্ধ মুখ দেখালো বিধ্বস্থ পরাজিত,
বৃষ্টির জল কি পারে মোছাতে বেদনার এই গ্লানি যত !
ভুলে যাওয়া প্রবাদ স্বরণ করি আজ, এই অবেলায়,
দুধ কলায় কখনো কাল সাপ কি পোষা যায়?
সরকার তোষণ ছাড়তে হবে, মন্দকে মন্দ বলতেই হবে,
মিথ্যে তোষামোদীতে শিক্ষকের সন্মান বেড়েছে কবে?
ক্ষমতাসীনের তোষামোদী, অনন্তর পদলেহন,
সুবিধা দেবে ক্ষনিকের, চলে যেতেই বা কতক্ষণ?
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরা স্বীয় স্ত্রীর গাত্রে যতসামান্য ছোঁয়া দিয়েছে তাতে কি হয়েছে ল'?
পঞ্চপান্ডব দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল সেই জাতীয় কোনো কম্মত রামের পুতেরা করেনিক।
তা নিয়ে এত হইচই এর কি প্রয়োজন বল দেখিনে!
ওদের যে গুরুদন্ড দেওয়া হয়েছে তা মহা অন্যায় হয়েছে।
স্বীয় স্ত্রীকে আরো ঘষা মাজাও যদিও করে পরবর্তীতে তাও পূণ্য হবে গো। কারণ ওরা যে ব্রাহ্মণের বীজ!
এই পাগল তালে ঠিক - স্ত্রীকে ঠাকুরপুতদের কাছে বিসর্জিত করে চাকুরী রক্ষা করছে।
মন্তব্য করতে লগইন করুন