আমার ............ কোনো বন্ধু নাই,
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৫:২৩ রাত
সেদিন মধ্য রাতের পরে,
ক্ষনিক ঘুমের অবসরে ।
ভাবছি অলস মন্ ,
আমার বন্ধু কেবা, কোন্ ?।
কিশোর হতে অদ্যাবধী,
যাদের আপন চিনি ।
আকাশ ছোয়া ভালবাসি,
ভাই হিসেবে দ্বীনি । ।
সাগর জল ঢেউতো অনেক
কয়্টা তে তীর ছয় ।
দ্বীনি সম্পর্কহীনেতো কেউ
কাড়েনি হৃদয় । ।
মোশাররফ. ০৮০৭১৫
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন বন্ধুদের প্রতি অকৃত্রিম ভালবাসা!!
মন্তব্য করতে লগইন করুন