ইদানিং যাপিত জীবন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২০ আগস্ট, ২০১৫, ০২:৫৭:১৭ রাত
দিনগুলো পাড় করছি-
কেমন করে তা কাউকে কি বলেছি?
কাউকে বলিনি,
বলার কিছু আছে আদৌ তা ভাবিনি |
বাজারে আগুন, দাম লাগাম ছাড়া,
দিন কাটে ক্ষুধার্থ পেটে, নিত্য জলভরা |
দিনে দুপুরে মানুষ খুন, গুম,
কখন কি হয়,কাটছে দিন নির্ঘুম|
সড়ক মহাসড়ক ভরা খানা খন্দ,
সড়ক জুড়ে জ্যাম, যানবাহন চলাচল বন্ধ |
বাড়িতে, বাড়ির বাইরে পা বাড়ালেই অঘটন,
দিনে দুপুরে হত্যা আর নারী নির্যাতন
চাঁদাবাজি,সরকারী ব্যান্ক লুন্ঠন,
অচল সরকার, অচল প্রশাসন |
এই নিয়ে আমার যাপিত জীবন |
কি আছে বলার, কিইবা বলব?
ব্যর্থ রাষ্ট্রের ট্রেডমার্ক হয়েছে বুঝি আজ দেশ
তবুও তোমার জন্য ভালবাসা রেখেছি অনি:শেষ
জন্মভুমি, এই জীবন যন্ত্রণা নিয়েই না হয় চলব |
বিষয়: বিবিধ
৭৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন