গণতন্ত্র হত্যাকারী আমার কেউ না
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ আগস্ট, ২০১৫, ১১:০২:৪০ সকাল
ফলহীন গাছ কে বাগানে রাখে,
রঙহীন ফুল কে চেয়ে দ্যাখে?
না ভরলে চারদিক অপার সুরভিতে,
কেউ কি সাজায় সে ফুল, ফুলদানিতে?
নিঃসঙ্গ রাত জাগা চাঁদেরও কলংক আছে,
পূর্নিমা আলো কি দিতে পারে তা মুছে?
স্বাধীনতা থাকে কি, না থাকলে গণতন্ত্র,
জীবন মানেনা স্বৈরাচারের তন্ত্রমন্ত্র |
চাওয়া পাওয়া নিয়েই জীবন হবে,
কেউ পাবে সব, কারো কিছুই না রবে |
তাতে ক্ষোভ বিক্ষোভে হবে উত্তাল দেশ,
সে চাওয়ার দাবি নিয়েইতো হলো এই বাংলাদেশ |
আমার অপ্রাপ্তি, বঞ্চনা, কষ্ট সব
রাজপথে উত্তাল সকল বিক্ষোভ,
গলা টিপে মারতে চায় যে স্বৈরাচার,
তার পতনে কাঁদে না মন এতটুকু আমার |
গণতন্ত্র হত্যাকারী আমার কেউ না,
স্বৈরাচারের বসনে গণতন্ত্র হয় না |
বাগানের ফলহীন গাছ কেটেছি,
ফুলদানির রংহীন সুবাসীন ফুল ফেলেছি |
চাঁদেরও কলংক দেখেছি,
স্বৈরাচারী নেতাকেও আজ তাই ভুলেছি |
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন