'শেখ মুজিব' আমাদের কাছে কখনো ভিলেন কখনো হিরো! বড় অদ্ভুত জাতি আমরা.....
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৫ আগস্ট, ২০১৫, ১১:২২:২৬ সকাল
বড় অদ্ভুত জাতি আমরা.....
আজ ১৫ ই আগষ্ট শেখ মুজিবের মৃত্যু দিবস। যে মুজিবের রক্তে আগুন ধরানো বক্তৃতায় মানুষ উজ্জিবিত হয়েছিল স্বাধিনতার স্বপ্নে। যে ছিলো বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা।
আমরা সেই জাতি যারা এই নেতাকে আকাশচুম্বি জনপ্রিয়তার শির্ষে তুলেছি, আমরা সেই জাতি, যারা এই নেতাকেই পাতালসম ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছি। নিজ হাতে তাকে হত্যা করে আনন্দ উল্লাস করেছি। যার জানাজাটাও আমরা পড়তে রাজি হইনি, সেই নেতারই মৃত্যুশোকে আজ আমরা জাতিয় শোক দিবস পালন করছি, আমরা সেই সে জাতি। আমরা প্রত্যাখ্যাত সেই নেতাকেই সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালির আসনে বসিয়ে দিয়েছি।(সর্বকালের সর্ব শ্রেষ্ট মহামানবও বলছেন অনেকেই!!!)
আমরা সেই সে জাতি, যারা হিরোকে ভিলেন আর ভিলেনকে হিরো বানাতে পারি। শেখ মুজিবের অগ্রজ মজলুম জননেতা মাওলানা ভাসানী যিনি স্বাধিকার আন্দোলনের অগ্রজ সিপাহসালার, সেই নেতাকেও ভিলেন বানিয়েছি আমরাই। আমরা সেই সে জাতি, বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, স্বাধিনতা সংগ্রামের ঘোষক, জননন্দিত প্রেসিডেন্টের মর্যাদায় যাকে আমরা ভূষিত করেছি, সেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ ভিলেন বানিয়েছি আমরাই। যার জানাজায় ছিল হাজার হাজার অস্রুসজল মানুষের উপস্তিতি।
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা কিংবা যাই হোক না কেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যোদয়ের ইতিহাসের বড় অংশ জুড়ে রয়েছে যার নাম, পুরো জাতিকে এক প্লাটফরমে আনতে পেরেছিলেন যে নেতা- তিনি শেখ মুজিব। সেই নেতাকে হত্যার পর যারা ট্যান্কারের উপরে উঠে নেচেছে, যার চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলার মত স্পর্ধা যারা দেখিয়েছে, আজ তারাই মুজিব কন্যা শেখ হাসিনার সবচেয়ে কাছের মানুষ, রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে আপনজন। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের কারণেই সেইসব কুলাঙ্গার আজ তার পরম বন্ধু। বাবার মর্যাদার চেয়ে রাষ্ট্র ক্ষমতাই যেন হাসিনার কাঙ্খিত। ধিক্কার এমন মেয়ের, ধিক্কার এমন রাজনীতির, শত ধিক্কার এমন দলকানা ক্ষমতালিপ্সু, আদর্শহীন নেতা কর্মির, যাদের কাছে দল ও রাষ্ট্রের মহান নেতার মর্যাদার চেয়ে ক্ষমতার চেয়ারটাই বড়। নিজেকেও ধিককার দেই এমন আত্বসম্মানবোধহীন একটি জাতির সদস্য হওয়ায়।
আমরা আসলেই বড় অদ্ভুত জাতি। বড় অস্থির, অপরিণামদর্মশী,খামখেয়ালি জাতি আমরা!!
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
কি নিষ্ঠুর পরিহাস - বাকি নেতাদের পাশ কাটিয়ে শুধু মুজিবকে নিয়ে এমন আহাজারি কি আরো বড় সংকীর্ণতা নয়?
মন্তব্য করতে লগইন করুন