১৫ই আগস্ট - মেরুদন্ড সোজা করে যা বলতে হবে, যার জন্য লড়তে হবে।
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৫ আগস্ট, ২০১৫, ১২:৩২:৫৪ দুপুর
ভারতের তল্পিবাহী, সন্ত্রাসী, ধর্ষক, চাদাবাজদের অভয়ারণ্য ৫ শতাংশের জোর করে সরকার নাম নিয়ে বসে থাকা অথর্বদের ভয়ে এবং তাদের খুশি করতে আমার বিবেকের কাছে নিজেকে একটা কুপমন্ডুক কাপুরুষ বানাতে পারিনা।
আমার বিবেক বলছে মুজিব একজন স্বৈরশাসক ছিল -
তার নেতৃত্বে ক্ষমতায় থাকা ডাকাতের দলের কারণে বাসন্তীদের গায়ে কম্বল জোটেনি, জুটেছিল মাছ ধরার জাল -
আমার বিবেক স্বাক্ষী মুজিবের ছেলে সোনার মুকুট দিয়ে বিয়ে করেছিল যখন মানুষ ক্ষিধায় মরছিল -
আমার বিবেকের সাথে আমি উপহাস করতে পারিনা তাই স্বীকার করতেই হবে সে মুখের ভাষা বন্ধ করে দেবার সব যোগাড় করেছিল -
আমি কাপুরুষ নই তাই আমি বলবই মুজিব একজন নিষ্ঠুর রাজ পরিবারের প্রধান, একনায়ক ছিল।
বিবেকের সাথে পরিহাসমূলক প্রতারণা না করে আমাকে বলতেই হবে - মুজিব বন্দনা এক মহা সংকীর্ণতা। তা আমাদের গর্ব হাজী শরীয়তউল্লাহ, তিতুমীর, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, তর্কবাগীশ, নজরুল, রবীন্দ্র, ভাসানী - তাদের প্রতি চরম সংকীর্ণতা।
মুজিবকে নিয়ে প্লাস্টিক কান্না করলে আমার বিবেক আমার দিকে তাকিয়ে তখন হাসবে আর বলবে ছি - নিছক ব্যাক্তিগত স্বার্থের জন্য মুজিবকে চেতনার তেনা হিসাবে ব্যাবহার করা যে শুধুই সংকীর্ণতা, চরিত্রহীনতা!
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু উনি নিজেই সেটার সর্বনাস করে দুনিয়া থেকে জিল্লতের মৃত্য বরন করেছে
তবে কেমন স্বাধীনতা তিনি চাইলেন যে স্বাধীনতায় বাসন্তি লজ্জা ঢাকতে মাছ ধরার জাল পরে আর ওনার ছেলে পরে সোনার মুকুট?
সংসদ একটি পবিত্র জায়গা। সেখানে দাঁড়িয়ে কেমন করে একজন নাগরিক আরেক নাগরিকের মৃত্যুর উল্লাস করে বলতে পারে - "কোথায় সেই সিরাজ সিকদার"
মন্তব্য করতে লগইন করুন