বৃষ্টি আর বন্যার কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ আগস্ট, ২০১৫, ১১:৫৭:৫২ সকাল

একটা সময় ছিল দূর অতীতে-

বৃষ্টি পরত টাপুর টুপুর,

রিমঝিম শব্দে ভারী সুমধুর ,

কবিতায় বান আসতো শুধু নদেতে |

শ্রাবন মেঘের আগমন আকাশ ভরা

বিদ্যুতের ঝিলিক দিগন্তজোড়া,

কবিতায় বৃষ্টি ছিল মনোহর, মনকারা

বৃষ্টি এখন সর্বনাশা, শুধুই দুঃখ ভরা |

বৃষ্টির টাপুর টুপুর শব্দ

এখন করে নগর জীবন স্তব্ধ |

ধ্বক ধ্বক বুকে জীবন হাতে বৃষ্টিতে চলাচল,

শান্তিনগর মোড়ে অশান্ত জীবন, নিত্য অচল |

এলিফ্যান্ট রোদে হাতিডোবা জল,

ভুল হয়ে যায় কোথায় নদী, কোথায়ই বা স্থল |

গ্রীষ্মের দুপুরে ঘর বাড়ি জলে থৈ থৈ ,

জল কান্ডে স্থবির শহর, বাস গাড়ি যাবে আর কৈ?

কি যে দিন এলো হায় উন্নয়নের জোয়ারে,

ভেসে আর বন্যায় ডুবে গেছি অথৈ সাগরে |

বিষয়: বিবিধ

২৬৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334300
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:১২
নাবিক লিখেছেন : হুম ভালো লাগলো
334332
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো ।কবিতায় চরম বাস্তবতা ফুটে উঠেছে।
২০ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৬
278725
কাব্যগাথা লিখেছেন : জবলুল হক:কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নিন|
334340
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

-সুন্দর উপলব্ধি। ধন্যবাদ, আরো লিখুন..
২০ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৭
278726
কাব্যগাথা লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম:কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নিন|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File