নোমান আলী খানের চমৎকার সব বক্তব্যের ভিডিওসমূহ(বাংলাসহ)
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৭ আগস্ট, ২০১৫, ১০:৫৪:৫১ সকাল
ইসলামের বিভিন্ন বিষয়াদির উপর আমেরিকান মুসলিম বক্তা নোমান আলী খানের চমৎকার ও গুরুত্বপূর্ণ সব বক্তব্যের বাংলাসহ ভিডিও এখন খুব সহজেই পাবেন amarboi.org তে। শুধুই ক্লিক করুন আর ভিডিও বক্তব্য দেখুন ও শুনুন।
সংক্ষেপে জেনে নেই নোমান আলী খানের পরিচয়:
নোমান আলী খান হলেন একজন পাকিস্তানী বংশোদ্ভুত আমেরিকান মুসলিম বক্তা। তিনি "দ্য বাইয়্যিনাহ ইন্সটিটিউট ফর এ্যারাবিক এ্যান্ড কুর'আনিক স্টাডিজ"-এর প্রতিষ্ঠাতা, সি.ই.ও. এবং প্রধান উপদেষ্টা। ইসলামী ব্যক্তিত্বগণের জীবনীভিত্তিক অভিধান "দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস" এটির পঞ্চম সংষ্করণে নোমান আলী খানকে কোন র্যাংঙ্কিং ছাড়াই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের মধ্যে একজন হিসেবে তালিকাভুক্ত করে।
নাসাঊ ইউনিভার্সিটি কলেজে আরবির অধ্যাপক হিসেবে দ্বায়িত্ব পালনের পর, নোমান আলী খান ২০০৬ সালে বায়্যিনাহ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি টেক্সাসের ডালাসে বসবাস করছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিকভাবে কুরআনের তাফসীর ও কুরআন বোঝার জন্য আরবি ভাষা শিক্ষার উপর লেকচার দিয়ে থাকেন।
আমার বই ডট ওআরজিতে এ পর্যন্ত ওনার প্রায় ১২০টি বক্তব্য বাংলাসহ এড করা হয়েছে। ওনার গুরুত্বপূর্ন কিছু বক্তব্যের ভিডিও নিচে দেয়া হলো:
১। হিজাব আমার ভাল্লাগে না - I Don't Like Hijab
২। নাস্তিকতা থেকে ইসলাম -- Atheism To Islam
৩। দুই বাক্যে আল কুর'আন এর সারাংশ -- Qur'an In Two Sentences
৪। জীবনে কেন বিপদ ঘটে- -- Why Bad Things Happen
৫। জাহান্নামে কিছু দিন -- A Few Days In Hell
আমার বই ডট ওআরজিতে(amarboi.org) নোমান আলী খান ছাড়াও খুব সহজেই আরো অসংখ্য বক্তার বক্তব্য অডিও ।ভিডিও আকারে দেখতে ও শুনতে পারবেন , অসংখ্য লেখকের বই পড়তে পারবেন।
তো দেরি না করে এখনই (amarboi.org) তে ক্লিক করুন। জ্ঞানের রাজ্যকে প্রসারিত করুন।
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন