পাকা সিদ্ধান্ত!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০৭ আগস্ট, ২০১৫, ০৯:৩৯:৪২ সকাল

আমরা পারিবারিকভাবে(আমি, আমার স্ত্রী এবং সন্তানেরা) সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পরিবারে কারো বিয়ে- শাদীতে গায়ে হলুদের নামে নোংরামীকে প্রশ্রয় দেবো না। এবং এ জাতীয় অনুষ্ঠান যথাসম্ভব বর্জন করার চেষ্টা করবো। নেহায়েত ঠেকায় পড়ে যেতে হলেও উপস্থিতি জানান দিয়ে ফিরে আসবো এবং কোন অবস্থাতেই নর্তন কুর্দনের বেলাল্লাপনা দেখবোনা এবং পারস্পরিক মিষ্টি খাওয়া-খাওয়িতেও অংশ নেবো না। ছবির পোজ দেয়ার তো প্রশ্নই উঠে না।

উল্লেখ্য, এসব অনুষ্ঠান সরাসরি দেখার দুর্ভাগ্য আমার হয়নি, তবে শুনেছি এখানে বর বা কনের যুবক যুবতী আত্মীয় এবং বন্ধুবান্দবেরা এমন কি মা-খালারাও নাকি হিন্দি ফিল্মি স্টাইলে নেচে গেয়ে মজা করে ও মজা দেখায়।

আরো একটি জঘন্য বিষয় জেনেছি, তাহলো- বর নাকি কনের স্টেজে এসে কোন না কোন হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতো করে নেচে গেয়ে ভিডিও করে। আল্লাহ আমাদেরকে এমন নোংরামি থেকে রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334270
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৭
হতভাগা লিখেছেন : বিয়ে , গায়ে হলুদ - এসব অনুষ্ঠানের মূল আকর্ষনই হচ্ছে মেয়েরা ।

মেয়েরা এসব অনুষ্ঠানে যায়ই নিজেকে জাহির করতে , খুব সেজেগুজে।

এসব অনুষ্ঠানে কিভাবে যাবে , কিভাবে সাজবে , কি কি করবে - এটা নিয়ে তারা মাস খানেক আগে থেকেই টেনশনে থাকে।

আর এসব যদি বন্ধ করে দেন তাহলে তো তারা বদ্ধ ঘরে হাঁস ফাঁস করতে থাকবে ।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৫
276575
মোহাম্মদ লোকমান লিখেছেন : না ভাই, ওসব বন্ধ করার শক্তি আমার আছে কোথায়? আমি প্রথমে নিজ থেকে শুরু করেছি, তারপর স্ত্রী ও সন্তানদেরকে আমার সাথে ঐক্যবদ্ধ করতে পেরেছি। ব্লগ এবং ফেসবুকের কিছু বন্ধুও আমার সাথে একমত পোষণ করেছেন। দেখি এভাকে কতটুকি অগ্রসর হওয়া যায়। ধন্যবাদ।
334281
০৭ আগস্ট ২০১৫ সকাল ১১:৩০
অপি বাইদান লিখেছেন : বরের বয়স ৬০ আর কনের বয়স ৬ হলে আপনার নিশ্চয় আপত্যি থাকবে না। নাকি??
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:১২
276400
বেআক্কেল লিখেছেন : আমনে ত ৭০ বছরের বৃদ্ধার ন্যায়, যুবকের মনে আচড় দিবার জন্য বুক চিতাইয়া রাস্তায় খাড়াইয়া থাহেন, ত্যাগড়া যুবকেরা যেন আমনেরে একটু খোঁটা মাইরা, টিপ্পন মাইরা দেখে। তারাও উত্তেজিৎ হইল আমনেও পান দোকানদার ঐ মহিলার মত আনন্দিৎ হইতে সুযোগ পাইলেন।

আমি জানি আমনে আমার এই কথার উত্তর দিবেন ৫০ বছরের যুবা আর ৯ বছরের মেয়ে লইয়া। যেইহেতু আমনের পাতিলে চাউল নাই, তাই ঐ এক কথা বইলা ঘাট পারি দিতে চান।

নিজের মা-দাদী কান্দুপট্টির মাসি হইলে, তারা মাইয়ারা আমনের মতই হয়। হে, হে, হে,
০৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৪
276496
মোহাম্মদ লোকমান লিখেছেন : অপি বাইদান, আমার দীর্ঘ ব্লগ জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আপনি একজন দিকভ্রান্ত পুরুষ এবং মেয়েলী নিক কৌশলের একটি অংশ। তাছাড়া আপনি নতুন। তা নাহলে আমার ব্লগের ধারে কাছেও আসতেননা। কারণ ঝানু ঝানু ‍দুষ্টু হিন্দু আর নাস্তিক সুবিধা করতে না পেরে আমার নিকট থেকে বিদেয় নিয়েছে অনেক আগেই।

যাকগে, কাজের কথায় আসি- যখন কষ্ট করে নাড়া দিয়েছেন। আপনার সমস্যাটি আমাকে একটু কষ্ট করে জানাবেন কি? কেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন এবং আমাদেরও? দয়া করে একটু বলুন আপনার লাভটা কি? আশা করি জানাবেন।
ইসলাম, মুসলিম, আল্লাহ, রাসূল ইত্যাদি নিয়ে কটাক্ষ করে আপনি যদি ইহ জগত এবং মৃত্যু পরবর্তী জীবনে আপনার কোন বাস্তব লাভ দেখাতে না পারেন তাহলে আমার সাথে আপনিও নিশ্চিত হতে পারেন যে, আপনি অবশ্যই পথহারা পথিক। সূতরাং আপনার প্রতি অনুরোধ রইলো, যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার ধর্মগ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করুন। আর যদি মুসলিম থেকে পথ হারা হয়ে থাকেন তাহলে একটি বারের জন্য হলেও পবিত্র কুরআন অর্থসহ পড়ার চেষ্টা করুন। আশা করি আপনি পথের দিশা পেয়ে যাবেন। তারপর না হয় শয়াতানী আর দুষ্টুমী আরো বাড়িয়ে দিয়েন। আশা করছি তা না হলে এটিই হবে আমার কোন পোষ্টে আপনার শেষ মন্তব্য। ভালো থাকুন।
০৮ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৫
276531
অপি বাইদান লিখেছেন : কোরানের অর্থ বুঝে পড়ে পথের দিশা পেয়েছে বলেই আইসিস, বোকোহারাম, আনসারউল্লা...... এই ২১ শতকেও উন্মক্ত বাজারে ইসলামের হালাল যৌনদাসী বেঁচা/কেনা করে। ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
276574
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। তাহলে আমি কি ধরে নেব- আপনি বিনা কারণে, বিনা লাভে অনর্থক সময় নষ্ট করছেন? আপনাকে আরো একবার সুযোগ দেয়া হলো- সম্ভব হলে আপনার লাভটা একটু জানাবেন, খুবই জানতে ইচ্ছে করছে।
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
276784
বেআক্কেল লিখেছেন : এই সমস্ত ইতর কোনদিন পরামর্শ শুনেনা, হেই কারনেই তো অনেক ব্লগার দা, খন্ডা, ভেজালীর কুপ খাইয়া পথে ঘাতে মরিতেছে।
334283
০৭ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৩
ইবনে হাসেম লিখেছেন : খুব সুন্দর এবং বরকতময় সিদ্ধান্ত হয়েছে। মোবারকবাদ নিন। আশা করি আপনাদের এই সিদ্ধান্ত দ্বারা ব্লগের অন্যান্য ভাই বোনেরাও প্রভাবিত হবেন, এবং একইভাবে ভালো কাজে এগিয়ে আসবেন।
আল্লাহ আপনার আমার নেক কাজে বরকত দিন, আমিন।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৭
276577
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমিন। ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ্‌।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৪:১১
276651
ইবনে হাসেম লিখেছেন : ফেবুতেও শেয়ার করেছি।
334285
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৫
বেআক্কেল লিখেছেন : আমার বউ-মাইয়া তো এইসব অনুষ্ঠানে যাইবার লাইগা চোখের ঘুম হারাম কইরা ফ্যালায়, তাদেরে কিভাবে ঘরে বন্দি করুন, যদি একখান বুদ্ধি পাইতাম।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫০
276578
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসবের মন্দ দিকগুলো তাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন। তবে শর্তটা হলো, আপনার মধ্যে যদি এজাতীয় কোন দোষ-ত্রুটি থাকে তা সংশোধন না করে বউ-মাইয়াকে হেদায়াত করলে তা কাজ না দেয়ার সম্ভাবননা বেশী। Happy
334286
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন।
আমি আমার বিয়ের সময় পরিবারের অনেকের সাথে ঝগড়া করেই এই ধরনের কোন অনুষ্ঠান করি নাই। তাতে প্রচুর অর্থ সাশ্রয় হয়েছে।
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩০
276443
ইসলামী দুনিয়া লিখেছেন : তবে মা-খালা-চাচীরা ঘরের ভিতর কনেকে হলুদ মাখাতে সমস্যা নেই।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫১
276580
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
334301
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৬
নাবিক লিখেছেন : খুব ভালো, আল্লাহ আপনার সহায় হোক।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫২
276581
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন।
334309
০৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৪
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : আল্লাহ আপনাদের সহায় হোক
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫২
276582
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন।
334346
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩১
ইসলামী দুনিয়া লিখেছেন : তবে মা-খালা-চাচীরা ঘরের ভিতর কনেকে হলুদ মাখাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে অানুষ্ঠানিকতায়। ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৫
276583
মোহাম্মদ লোকমান লিখেছেন : হ্যাঁ, বিয়েতে এসব হালকা পাতলা প্রোগ্রাম থাকা উচিৎ। আমি যা উল্লেখ করেছি তাতো মারাত্মক!
335273
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৫৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আপনার সিদ্ধান্তে আল্লাহ তায়ালা বরকত দান করুন। জাযাকাল্লাহ খাইর
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৭
278066
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন।
জাযাকাল্লাহ খাইরান।
১০
343599
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সঠিক ও কল্যাণকর সিদ্ধান্ত নেয়ায় আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২১
285141
মোহাম্মদ লোকমান লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File