পাকা সিদ্ধান্ত!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০৭ আগস্ট, ২০১৫, ০৯:৩৯:৪২ সকাল
আমরা পারিবারিকভাবে(আমি, আমার স্ত্রী এবং সন্তানেরা) সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পরিবারে কারো বিয়ে- শাদীতে গায়ে হলুদের নামে নোংরামীকে প্রশ্রয় দেবো না। এবং এ জাতীয় অনুষ্ঠান যথাসম্ভব বর্জন করার চেষ্টা করবো। নেহায়েত ঠেকায় পড়ে যেতে হলেও উপস্থিতি জানান দিয়ে ফিরে আসবো এবং কোন অবস্থাতেই নর্তন কুর্দনের বেলাল্লাপনা দেখবোনা এবং পারস্পরিক মিষ্টি খাওয়া-খাওয়িতেও অংশ নেবো না। ছবির পোজ দেয়ার তো প্রশ্নই উঠে না।
উল্লেখ্য, এসব অনুষ্ঠান সরাসরি দেখার দুর্ভাগ্য আমার হয়নি, তবে শুনেছি এখানে বর বা কনের যুবক যুবতী আত্মীয় এবং বন্ধুবান্দবেরা এমন কি মা-খালারাও নাকি হিন্দি ফিল্মি স্টাইলে নেচে গেয়ে মজা করে ও মজা দেখায়।
আরো একটি জঘন্য বিষয় জেনেছি, তাহলো- বর নাকি কনের স্টেজে এসে কোন না কোন হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতো করে নেচে গেয়ে ভিডিও করে। আল্লাহ আমাদেরকে এমন নোংরামি থেকে রক্ষা করুন।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েরা এসব অনুষ্ঠানে যায়ই নিজেকে জাহির করতে , খুব সেজেগুজে।
এসব অনুষ্ঠানে কিভাবে যাবে , কিভাবে সাজবে , কি কি করবে - এটা নিয়ে তারা মাস খানেক আগে থেকেই টেনশনে থাকে।
আর এসব যদি বন্ধ করে দেন তাহলে তো তারা বদ্ধ ঘরে হাঁস ফাঁস করতে থাকবে ।
আমি জানি আমনে আমার এই কথার উত্তর দিবেন ৫০ বছরের যুবা আর ৯ বছরের মেয়ে লইয়া। যেইহেতু আমনের পাতিলে চাউল নাই, তাই ঐ এক কথা বইলা ঘাট পারি দিতে চান।
নিজের মা-দাদী কান্দুপট্টির মাসি হইলে, তারা মাইয়ারা আমনের মতই হয়। হে, হে, হে,
যাকগে, কাজের কথায় আসি- যখন কষ্ট করে নাড়া দিয়েছেন। আপনার সমস্যাটি আমাকে একটু কষ্ট করে জানাবেন কি? কেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন এবং আমাদেরও? দয়া করে একটু বলুন আপনার লাভটা কি? আশা করি জানাবেন।
ইসলাম, মুসলিম, আল্লাহ, রাসূল ইত্যাদি নিয়ে কটাক্ষ করে আপনি যদি ইহ জগত এবং মৃত্যু পরবর্তী জীবনে আপনার কোন বাস্তব লাভ দেখাতে না পারেন তাহলে আমার সাথে আপনিও নিশ্চিত হতে পারেন যে, আপনি অবশ্যই পথহারা পথিক। সূতরাং আপনার প্রতি অনুরোধ রইলো, যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার ধর্মগ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করুন। আর যদি মুসলিম থেকে পথ হারা হয়ে থাকেন তাহলে একটি বারের জন্য হলেও পবিত্র কুরআন অর্থসহ পড়ার চেষ্টা করুন। আশা করি আপনি পথের দিশা পেয়ে যাবেন। তারপর না হয় শয়াতানী আর দুষ্টুমী আরো বাড়িয়ে দিয়েন। আশা করছি তা না হলে এটিই হবে আমার কোন পোষ্টে আপনার শেষ মন্তব্য। ভালো থাকুন।
আল্লাহ আপনার আমার নেক কাজে বরকত দিন, আমিন।
আমি আমার বিয়ের সময় পরিবারের অনেকের সাথে ঝগড়া করেই এই ধরনের কোন অনুষ্ঠান করি নাই। তাতে প্রচুর অর্থ সাশ্রয় হয়েছে।
আপনার সিদ্ধান্তে আল্লাহ তায়ালা বরকত দান করুন। জাযাকাল্লাহ খাইর
জাযাকাল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন