মুক্তিযুদ্ধের চেতনা তুমি কেঁদনা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৯ জুলাই, ২০১৫, ০১:৩১:১৩ রাত
মুক্তিযুদ্ধের চেতনা,
তুমি আর কেঁদনা |
মুক্তিযোদ্ধা গলা ধাক্কা খাবে ,
অপমানে, অনাহারে মারা যাবে,
রাজাকার বেয়াই মন্ত্রিত্ব পাবে,
মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট নেবে,
সচিবগণ, সরকারের দালালি করবে|
না হয় দু'একটা মুক্তিযোধ্দা মরবে,
এই ডিজিটাল বাংলায় তাতে কি এসে যাবে|
এই বুঝি ছিল কপালে লেখা বেদনা!
হায় আল্লাহ, সহেনাতো আর এই যাতনা,
কোন ভোরে এই চেতনার অবসান হবে?
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন